মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে সাংবাদিক, রিপোর্টার, চিত্রগ্রাহকের নিকট হতে আবেদন আহবান করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত/প্রচারিত প্রদর্শিত মানসম্মত সংবাদ/স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক/রিপোর্টার/চিত্রগ্রাহক নির্বাচনপূর্বক অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে আগ্রহী সাংবাদিক/রিপোর্টার/চিত্রগ্রাহক-এর নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:
আবেদনের শর্তবলি হলো-
১) বিবেচ্য সংবাদ প্রতিবেদন এবং প্রদর্শিত/প্রকাশিত স্থিরচিত্র গত ২ মে, ২০২৪ তারিখ হতে ১০ এপ্রিল, ২০১৫ তারিখের মধ্যে প্রদর্শিত প্রকাশিত হতে হবে;
২) আবেদনের সাথে সংশ্লিষ্ট সংবাদ/প্রতিবেদন এবং প্রদর্শিত/প্রকাশিত স্থিরচিত্র-এর তথ্যসূত্র ও যথাযথ প্রমাণক দাখিল করতে হবে,
৩) আবেদনকারীর ২ কলি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দাখিল করতে হবে,
৪) ১ম, ২য় ও ৩য় স্থান নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে গণ্য হবে।
৫) প্রকাশিত প্রচারিত সংবাদ/প্রতিবেদন (পত্রিকার কাটিং/ভিডিও ক্লিপ/ Google Drive লিংক) এবং প্রদর্শিত প্রকাশিত স্থিরচিত্র (উপযুক্ত মাধ্যমে) ই-মেইল: igi dife.gov.bd/[email protected] অথবা মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ভ্রম ভবন, ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০, বরাবরে ১০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে। সরাসরি উপস্থিত হয়ে প্রেরণ/দাখিল করতে হবে,
৬) নির্বাচিত সংবাদ/প্রতিবেদন এবং প্রদর্শিত প্রকাশিত স্থিরচিত্র মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকায় ছাপানোর অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
৭) নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ:
প্রকাশিত সংবাদের জন্য নির্বাচিত সাংবাদিক/রিপোর্টার (প্রিন্ট মিডিয়া)
প্রথম পুরস্কার নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র। দ্বিতীয় পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র। তৃতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনেরো হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
প্রচারিত সংবাদের জন্য নির্বাচিত সাংবাদিক/রিপোর্টার (ইলেকট্রনিক মিডিয়া)
প্রথম পুরস্কার নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র ২। দ্বিতীয় পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র। ৩। তৃতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনেরো হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
প্রদর্শিত/প্রকাশিত স্থিরচিত্র এর জন্য নির্বাচিত চিত্রগ্রাহক
১। প্রথম পুরস্কার নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র। ২। দ্বিতীয় পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র। ৩। তৃতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনেরো হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
আমার বার্তা/জেএইচ