ই-পেপার মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ব্যস্ত সূচিতে প্রধান উপদেষ্টা, তিন মাসে তিন দেশ সফর

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৫, ১০:০৬

বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে তিনি চীন, থাইল্যান্ড ও জাপান সফর করতে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এরই মধ্যে ড. ইউনূসের চীন সফরের প্রস্তুতি নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ কী বলতে পারে—তা নিয়ে রোববার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে।

সেই বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, স্বাস্থ্য, পানি, বৈদেশিক ঋণ, কৃষি, কানেক্টিভিটি, জ্বালানিসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কোন বিষয়গুলো বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রমতে, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন ড. ইউনূস। পরিকল্পনা অনুযায়ী, চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের বোয়াওতে ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেবেন তিনি। আশা করা হচ্ছে, ২৮ মার্চ বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে ড. ইউনূস এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে।

এর আগে, ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম কনফারেন্সের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান । এদিন চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে তার।

এছাড়া, ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর সেদিনই বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

গত বছরের ৮ আগস্ট ক্ষমতায় আসার পর ২৫ আগস্ট ড. ইউনূসকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ।

চীন সফরের এক সপ্তাহের মধ্যেই থাইল্যান্ড সফর

এপ্রিলের প্রথম সপ্তাহে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে থাইল্যান্ড। তাই চীন থেকেই দেশে ফিরেই আবার থাইল্যান্ড সফরের জন্য ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে ড. ইউনূসকে।

বিমসটেকের এই শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে ব্যাংককে এবং ৪ এপ্রিল পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। শীর্ষ সম্মেলনের আগে ৩ এপ্রিল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মে’র শেষদিকে জাপানের সঙ্গে আলোচনা

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের রাজধানী টোকিওতে ২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দিতে ড. ইউনূসকে আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো।

কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এবং ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে উভয় দেশই কাজ করছে।

আমার বার্তা/জেএইচ

সরকার প্রধানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়

অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর প্রস‌ঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও

সাত বিষয়কে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ

ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানোসহ সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করে প্রতিবেদন দাখিল

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিতরা ইসলামের মহান দান এবং সমাজের জন্য কল্যাণকর ব্যবস্থা

বিসিবির সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

সরকার প্রধানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংবাদিক রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬ জন

পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রীকে হত্যার ‍হুমকি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ৪ দাবি জামায়াত আমিরের

সরাইলে সত্যের দিশারী সংগঠনের ১০ টাকার ইফতার বাজার

সাত বিষয়কে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

১৬ মার্চের মধ্যে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না: ইয়াও ওয়েন

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: ফরিদা আখতার

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখের পদযাত্রায় হাতাহাতি, আহত পুলিশ