ঢাকার সাভারে মানসিক ভারসাম্যহীন সেজে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন বয়সী নারীদের উত্ত্যক্ত করা ও সেসব ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর। এর আগে আজ বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। পাশাপাশি ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানান নেটিজেনরা।
এ বিষয়ে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, নারীদের উত্ত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন। এসবের মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেন সমাজে ধর্ষণের জন্য মেয়েরাই দায়ী। খালিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।