ই-পেপার রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

স্বার্থান্বেষী গোষ্ঠী মিডিয়া পরিচালিত করছে বলে স্বাধীন গণমাধ্যম গড়ে উঠছে না

আমার বার্তা অনলাইন:
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ- গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে বক্তারা

বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। এই অবস্থার অবসান না হলে দ্রুত এর চরিত্র বদলাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের অধিকারের পাশাপাশি ওয়েজবোর্ড ও বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রেস কাউন্সিল ঢেলে সাজাতে হবে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ- গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিকনির্দেশনা নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করা হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমগুলোকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা যায়, সে বিষয়ে কমিশন কাজ করছে। সেইসঙ্গে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অংশিজনের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিবেদন বা সুপারিশ তৈরি করা হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গত ১৫ বছর গণমাধ্যম চাপের মুখে ছিল। তারা জনগণের কথা বলতে পারেনি। আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে। কারণ মিডিয়াগুলো বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলে তুলে ধরতে পারেনি।’

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সংস্কারের কথা বললে ইতিহাসের সংস্কার হওয়া উচিত। কারণ সরকার বদলে গেলে ইতিহাস বদলে যায়। সংস্কারের জন্য কমিশনগুলো দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু রাজনৈতিক সরকার এসে সেটা বাস্তবায়ন না করলে কোনো লাভ হবে না। আর লক্ষ্যহীনভাবে সংস্কার করতে চাইলে কোনো কাজে আসবে না।’

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘সাংবাদিকরা আওয়ামী লীগ কিংবা বিএনপি হয়ে যাওয়ার কারণে সাংবাদিকতার বর্তমান দুরবস্থা। সরকারের হস্তক্ষেপ যত বাড়বে সংবাদপত্রের স্বকীয়তা তত নষ্ট হবে। ৫ আগষ্টের পরও বিভিন্ন এজেন্সির শুভেচ্ছা সফর শুরু হয়েছে বিভিন্ন মিডিয়া হাউজে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কালাকানুনগুলো বাতিল করতে হবে। নির্বাচিত সরকার আসলে কালাকানুন বাতিল হবে কিনা তা সন্দেহ আছে। তাই অন্তর্বতী সরকারের আইসিটি আইন বাতিল করা উচিত।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সাংবাদিকদের অধিকার ও আত্মমর্যাদা নিশ্চিত করা ছাড়া সেই ধরনের সাংবাদিক পাবে না, যারা মুখের ওপর প্রশ্ন করতে পারবে। সব দুর্নীতি ও অন্যায়-অনিয়মের জবাব চাইতে পারবে।’

জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ বলেন, ‘গণমাধ্যম স্বাধীন হওয়ার আগে গণতন্ত্র দরকার। সংবাদপত্র সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একীভূত করতে হবে। তারপর তার দায়িত্ব দিতে হবে একজন সিনিয়র সাংবাদিককে কোনো আমলা বা রাজনীতিবিদকে নয়।’ তিনি বলেন, ‘সাংবাদিকদের ইউনিয়ন দুইভাগে বিভক্ত, যা এক করতে হবে। তা না হলে তারা প্রেশারগ্রুপ হিসেবে থাকবে না। অস্বচ্ছ সাংবাদিকদের বিচারের আওতায় আনতে হবে।’

সূচনা বক্তব্যে সংলাপের সঞ্চালক সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘গণতন্ত্র হত্যা ও মানবাধিকার লংঘনের ক্ষেত্রে গণমাধ্যম সহযোগী ভূমিকা পালন করেছে। ডিজিএফআই ও এনএসআইসহ গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে এবং তা থেকে কি ভাবে বের হওয়া যায়, সেটা ঠিক করতে হবে।’

সিজিএসের চেয়ারপারসন মুনিরা খানের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, পারভীন এফ চৌধুরী, জায়মা ইসলাম, ডিজিটাল রাইট বিডি'র প্রতিষ্ঠাতা মিরাজ আহমেদ চৌধুরী, এএফপির ফ্যাক্ট চেকার কাদেরুদ্দীন শিশির, নাগরিক কমিটির সদস্য তুহিন খান প্রমুখ।

আমার বার্তা/এমই

প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন

প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটা, বায়ুদূষণ এবং

নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন দুদক চেয়ারম্যান

গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। রোববার

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৪ দফা দাবি তোলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়াজী ওসমানীর কাছে আত্মসমর্পণ না করে অরোরার কাছে কেন করলেন?

নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত: জয়শঙ্কর

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, সরকারের দিকে তাকিয়ে ইউজিসি

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন

ইসলামিক ফাউন্ডেশনে যোগ দিলেন নতুন মহাপরিচালক

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে

ডিআইএ’র নতুন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম

নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন দুদক চেয়ারম্যান

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি

যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

জলবায়ু-সহিষ্ণু আবকাঠামো নির্মাণে ৪০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অবৈধ বালু উত্তোলন বন্ধ করে বসতবাড়ি ও বৈদ্যুতিক টাওয়ার রক্ষার দাবি

নির্বাচনে কোনো দল আসতে পারবে কি না সেই সিদ্ধান্ত ইসির

নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি

সোমবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫

পেশাদারিত্বের বাইরে কাজ করার সুযোগ নেই: অতিরিক্ত কমিশনার