ই-পেপার শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

অতি দরিদ্রের সংখ্যা নিয়ে জাতিসংঘ ও বিবিএসের ভিন্ন তথ্য

আমার বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৪, ১৫:৩২

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ, এই সংখ্যার ৬ দশমিক ৫ শতাংশের অবস্থা গুরুতর। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জানিয়েছে, দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ‘বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪: সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামে প্রকাশিত ইউএনডিপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, সংস্থাটি বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর গবেষণা চালিয়েছে। এতে ২০২২-২৩ বছর পর্যন্ত এক দশকের বেশি সময়ের তথ্য বিশ্লেষণ করেছে তারা। এতে মানুষের পর্যাপ্ত আবাসন, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, ভোজ্যতেল ও পুষ্টির মতো অতিপ্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে কেমন ঘাটতি রয়েছে, তা বিবেচনায় নেওয়া হয়েছে। শিশুরা কী হারে স্কুলে উপস্থিত হচ্ছে, তা-ও বিবেচনায় এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাদের প্রায় অর্ধেকই সংঘাতকবলিত দেশের বাসিন্দা। চরম দারিদ্র্যে থাকা জনগোষ্ঠীর ৮৩ শতাংশের বেশি বসবাস করেন আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ায় ২৭ কোটি ২০ লাখ দরিদ্র মানুষ এমন পরিবারে আছেন, যে পরিবারের অন্তত একজন অপুষ্টিতে ভুগছেন।

অন্যদিকে বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মানুষের জীবনযাত্রার মান ৪৫ দশমিক ১ শতাংশ, শিক্ষা ৩৭ দশমিক ৬ শতাংশ ও স্বাস্থ্য ১৭ দশমিক ৩ শতাংশ।

বিবিএসের হিসাবে, ২০১৬ সালে দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের মধ্যে অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন ৫ দশমিক ৬ শতাংশ মানুষ। সর্বশেষ জনশুমারি অনুসারে, দেশে বর্তমানে জনসংখ্যা আছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার। সে হিসাবে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার।

ইউএনডিপি ও বিবিএসের ভিন্ন তথ্যের বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদ বলেন, ‘দুই সংস্থার সমীক্ষার তুলনা করা ঠিক হবে না। এ সমীক্ষার মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি বৈশ্বিক তুলনায় কী অবস্থায় আছে, তার একটি চিত্র পাওয়া গেল। গত কয়েক বছরে বাংলাদেশের ডলার সংকট এবং নানা ধরনের আর্থিক সমস্যার কারণে দারিদ্র্য পরিস্থিতির অবনতি হয়েছে। তা নানা সূচকের মাধ্যমে এই সমীক্ষায় বোঝা গেছে।’

আমার বার্তা/জেএইচ

গণমাধ্যম সংস্কারে কমিশন গঠন, যা বললেন মাহমুদুর রহমান

সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর পরদিনই এ

নির্বাচন হতে পারে ২০২৫ সালের মধ্যে: আসিফ নজরুল

২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ

রাষ্ট্র সংস্কারে ৪ কমিশনে নেতৃত্বে যারা

রাষ্ট্র সংস্কারে স্বাস্থ্য, গণমাধ্যম, নারী এবং শ্রমিক অধিকারবিষয়ক আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী

৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সিনওয়ারের মৃত্যুতে ‘প্রতিরোধের চেতনা শক্তিশালী হবে’: ইরান

তসবিহ-পাসপোর্টসহ আরও যা পাওয়া গেছে সিনওয়ারের কাছে

যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর আর্জি, কালই থামাতে চায় যুদ্ধ

মাছ-মাংস থেকে শাক-সবজি— কোনোটিরই দাম নাগালে নেই

অনুমতি থাকলেও হিলি বন্দর দিয়ে ডিম আমদানিতে জটিলতা

এবার সাকিব ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা

সাকিবের বদলি হিসেবে যাকে দলে নিলো বিসিবি

অতি দরিদ্রের সংখ্যা নিয়ে জাতিসংঘ ও বিবিএসের ভিন্ন তথ্য

শিক্ষা কমিশনের দাবি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর

গণমাধ্যম সংস্কারে কমিশন গঠন, যা বললেন মাহমুদুর রহমান

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ভারত বিগ ব্রাদারসুলভ আচরণ করছে: রিজভী

হামাস আর গাজা শাসন করবে না: নেতানিয়াহু

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক

আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

হাত বদলেই চালের দাম বাড়ে ৩০৭ শতাংশ

১১ টেস্ট পর ঘরের মাঠে জয় পেল পাকিস্তান

আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি