গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে সরকারের সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডকাম্প।
শুক্রবার (২২ আগস্ট) মধ্য ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এ নেতা জানান, ইসরাইলের বিরুদ্ধে ‘অর্থবহ পদক্ষেপ’ নেয়ার জন্য তিনি মন্ত্রিসভায় একমত হতে ব্যর্থ হয়েছেন। এরইমধ্যে আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তিনি সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন।
এর আগে ফেল্ডকাম্প কট্টর ডানপন্থি ইসরাইলিমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া তিনি গাজার মানবিক পরিস্থিতি ও ‘ঝুঁকিপূর্ণ ব্যবহার’ এর আশঙ্কা উল্লেখ করে নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রফতানি অনুমতিও বাতিল করেছিলেন।
ক্যাসপার ফেল্ডকাম্প সাংবাদিকদের বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলোও আমি দেখছি।’
ফেল্ডকাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কনট্রাক্ট-এর সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়ান। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থা তৈরি হয়েছে।
বার্লিন থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেল্ডকাম্প সংসদে বিরোধী দলের বাড়তে থাকা চাপের মুখে পড়েছিলেন। বিরোধীরা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছিল।
আমার বার্তা/এল/এমই