ভোক্তা পর্যয়ে পেট্রোলের দাম কমিয়েছে পাকিস্তান, তবে বাড়িয়েছে অপর জ্বালানি তেল ডিজেলের দাম। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ ভোক্তা পর্যায়ে পেট্রোল এবং ডিজেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।
ফিন্যান্স বিভাগের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ৭ দশমিক ৫৪ রুপি কমানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার পেট্রোল ভোক্তারা কিনতে পারবেন ২৬৪ দশমিক ৬১ রুপিতে। বৃহস্পতিবার এই দাম ছিল ২৭২ দশমকি ১৫ রুপি।
অন্যদিকে হাইস্পিড ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১ দশমিক ৪৮ রুপি। ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার হাইস্পিড পেট্রোলের জন্য ব্যয় করতে হবে ২৮৫ দশমিক ৮৩ রুপি। বৃহস্পতিবার পর্যন্ত এই দাম ছিল ২৮৪ দশমিক ৩৫ রুপি।
পাকিস্তানের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফিন্যান্স বিভাগের নির্ধারিত মূল্য তালিকা আজ শুক্রবার থেকে আগামী ১৫ দিন, অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে ১৫ আগস্টের পর নতুন দাম নির্ধারণ করা হবে।
সর্বশেষ গত ১৫ জুলাই জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছিল যা কার্যকর ছিল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।
সাবেক ও নতুন মূল্যতালিকা পর্যালোচনা করে সরকারের নতুন আদেশে লাভবান হবেন পেট্রোলের ক্রেতারা। কারণ ১৫ জুলাইয়ের যে মূল্য নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার, সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ দশমিক ৩৬ রুপি বাড়ানো হয়েছিল।
অন্যদিকে ডিজেলের দাম না কমলেও প্রায় অপরিবর্তিত আছে। গত ১৫ জুলাই ডিজেলের দাম প্রতি লিটারে ১১ দশমিক ৩৭ লিটার বাড়িয়েছিল পাকিস্তান।
সূত্র : জিও নিউজ
আমার বার্তা/জেএইচ