ই-পেপার শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হরিয়ানায় আটক করা হচ্ছে ভারতীয় বাঙালিদের

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৫, ১৭:১৭
আপডেট  : ২৪ জুলাই ২০২৫, ১৭:২৪

ভারতের হরিয়ানা রাজ্যে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন মতে, চলতি সপ্তাহে পাথর আলি শেখ নামে পশ্চিমবঙ্গের এক নাগরিককে আটক করা হয়। চারদিন পর তাকে মুক্তি দেয়া হয়।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা পাথর আলি শেখ অনেক বছর ধরেই হরিয়ানার গুরুগ্রামে ভাঙ্গারির ব্যবসা করেন। অন্যদিনের মতোই সেদিন কাগজ-ভাঙা বোতল কুড়োতে রাজধানী দিল্লি লাগোয়া গুরুগ্রামের রাস্তায় ঘুরছিলেন তিনি। রাস্তা থেকেই তাকে আটক করা হয়।

আলি শেখের কথায়, ‘হঠাৎই একটা পুলিশের গাড়ি থেকে আমাকে ডাকল, কাগজপত্র কী আছে দেখতে চাইল। আমরা তো নোংরা ঘাঁটাঘাঁটি করি। আধার, ভোটার কার্ডের মতো মূল্যবান জিনিষ কি আর সঙ্গে থাকে! আমরা তো ফোনও রাখি না কাজের সময়ে।’

আলি শেখ জানান, ‘কাগজ দেখাতে পারিনি বলে পুলিশের সাহেব আমাকে বলল গাড়িতে বস। আমরা বললাম কেন স্যার গাড়িতে বসতে বলছেন? তো বলে থানায় চল, কাজ আছে।’

তিনি বলেন, ‘আমাদের নিয়ে গেল সেক্টর ৪৩ থানায়। সেখানে আমার মতো ১০ জনকে এনেছিল। আমাদের বলল পরিচয় যাচাই করা হবে আমাদের দেশ-বাড়ি যে থানায়, সেখান থেকে। সব নাম ঠিকানা নিয়ে রাতে আবার চালান করে দিল সেক্টর ১০এ-তে। একটা কমিনিউটি হলে রাখা হলো। সেখানে প্রচুর মানুষ – সবাইকে একইভাবে ধরে এনেছে।’

কমিউনিটি হলে অস্থায়ী আটক শিবির বানিয়েছে গুরুগ্রাম পুলিশঅ। সেখানেই বহু মানুষকে আটকে রাখা হয়েছে। আলি শেখ বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের মানুষ ছিলাম আর আসামের লোকও ছিল। সবাই বাঙালি। অনেক লোক গাড়িতে করে নিয়ে আসছিল পুলিশ। দেখে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাঙালিদের এভাবে কেন অ্যারেস্ট করছে! আমরা মোট ৭৪ জন ছিলাম। দুই বেলা ভাত তরকারি খেতে দিত।’

আলি শেখের বাড়ি নদীয়া জেলার যে এলাকায়, সেই নবদ্বীপ থানার ওসি তার সব পরিচয়পত্র যাচাই করে একটি চিঠি গুরুগ্রাম পুলিশের কাছে পাঠান। এরপর গত বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত একটার দিকে আলি শেখ ছাড়া পান।

আলি শেখের এখন প্রশ্ন, ‘আমি তো ভারতীয়। সব কাগজ তো দেখিয়েছিলাম। তবুও আমাকে চারদিন আটকিয়ে রাখল!’ এদিন তাকে সহ মোট ২৬ জনকে ছাড়া হয়। তবে এখনও কয়েকজন সেখানে আটক আছেন বলে জানিয়েছেন আলি শেখ।

গুরুগ্রামের বহু বাংলাভাষীকেই এভাবে পুলিশ আটক করছে বলে জানিয়েছেন স্থানীয় এক শ্রমিক সংগঠক মুকুল হাসান শেখ। তার কথায়, ‘আমি গুরুগ্রামের আট-দশটা সেক্টরে ঘুরে দেখছি আসাম আর পশ্চিমবঙ্গের বহু বাঙালি মানুষদের ধরা হচ্ছে। কাজের জায়গা থেকে তুলে আনছে অনেককে।’

হাসান শেখ আরও বলেন, ‘কোনো কথাবার্তা কিছু নেই, তুলে নিয়ে যাচ্ছে, নাকি ভেরিফিকেশন করবে! আমরা বলছি যে, ভেরিফিকেশন করার তো সেটা কর। নেট দিয়ে ভেরিফাই করতে কতক্ষণ আর লাগে! কিন্তু কাউকে দুই-তিন এমনকি ছয়দিন পর্যন্ত আটক রাখবে কেন।’

বেছে বেছে মুসলিমদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন হাসান শেখ। তিনি বলেন, ‘এর মধ্যে আবার মুসলমানদের বেছে বেছে আটক করছে। একই জেলার বাসিন্দা হিন্দু পদবী শুনে তার আধার কার্ড দেখে ছেড়ে দিচ্ছে। কিন্তু মুসলমান হলেই তাকে থানায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে ওই কমিউনিটি হলে আটকিয়ে রাখছে। আবার আসামের মানুষরা যখন এনআরসি-র নথি দেখাচ্ছে, সেগুলোকেও জাল নথি বলছে পুলিশ।’

বিবিসি এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল যে, গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে ‘বাংলাদেশি’ সন্দেহ করে আটক করে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে। মুকুল হাসান শেখ বলেন, বহু মানুষকে এভাবে আটক করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গুরুগ্রামের অভিবাসী শ্রমিকদের মধ্যে।

যেখানে পাথর আলি শেখকে আটকে রাখা হয়েছিল, গুরুগ্রামের সেক্টর ১০এ-র কমিনিউটি হলে অস্থায়ী আটক শিবিরে দিন কয়েক আগে প্রায় দুইশজনকে দেখতে পেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্থ সিনহা।

তিনি বিবিসিকে বলেন, ‘ওই সেন্টারে শুধু গুরুগ্রামের ওয়েস্ট জোন থেকে যাদের আটক করেছে, তাদের রাখা হচ্ছে। এরকম অন্যান্য জোনেও অস্থায়ী শিবির করা হয়েছে বলে শুনেছি। কিন্তু আমি নিজে সেইসব জায়গায় যাইনি।’ সুপান্ত সিনহা বলেন, ‘খুবই অমানবিক, অস্বাস্থ্যকর পরিবেশে তিন-চারদিন ধরে আটক রাখা হয়েছে এদের। পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে না।’

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ‘অবৈধ বাংলাদেশি’দের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও ওড়িশায় ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করতে গিয়ে ভারতের বাংলাভাষীদেরও আটক করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই মুসলিম। তবে হিন্দুদেরও আটক করা হচ্ছে।

আবার এরকম ঘটনাও সামনে এসেছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশে পুশ আউট করে দেয়া হয়েছে। পরিচয়পত্রের নথি যাচাইয়ের জন্য এভাবে কাউকে আটকিয়ে রাখা বেআইনি বলে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্থ সিনহা।

তিনি বলেন, ‘প্রথমে তো আমাদেরও ওই কমিউনিটি সেন্টারে ঢুকতে দেয়নি। তখন আমরা থানায় যাই। সেখানে পুলিশ আমাদের বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশ আছে যে পরিচয়পত্র যাচাই করতে হবে। এরকম কোনো লিখিত নির্দেশ প্রকাশিত হয়েছে বলে তো আমরা জানি না, পুলিশও দেখায়নি।’

‘তবে মৌখিকভাবে তারা আমাদের বলেন যে ওই নির্দেশেই নাকি রয়েছে কাউকে বাংলাদেশি বলে সন্দেহ হলে তাকে নাকি ৩০ দিন পর্যন্ত আটক করে রাখা যাবে। এরকম নির্দেশ যদি সত্যিই দেওয়া হয়ে থাকে, তা যেমন বেআইনি, তেমনই সংবিধানের লঙ্ঘনও।’

অন্যদিকে আটক রাখার কথা গুরুগ্রাম পুলিশ অস্বীকার করেনি। তবে তারা জানিয়েছে, পরিচয় যাচাই করে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পরও কাউকে আটক রাখা হয়েছে––এমন ঘটনা তাদের জানা নেই।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ অফিসার সন্দীপ তুরান বিবিসিকে বলেন, ‘ভারতীয় নাগরিক প্রমাণ হওয়ার পরেও কাউকে আটক করে রাখা হয়েছে, এরকম তথ্য আমার কাছে নেই। যদি আপনাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে যে পরিচয়পত্র যাচাই করে ভারতের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, তবু আটকে রাখা হয়েছে, তাহলে আমাদের জানান।’

আমার বার্তা/এল/এমই

ন্যূনতম খাবারটুকুও পাচ্ছেন না গাজাবাসী, জ্ঞান হারাচ্ছে মানুষ

জীবন ধারণের জন্য ন্যূনতম খাবারটুকুও পাচ্ছেন না ফিলিস্তিনের গাজাবাসী। খুব কম পরিমাণে ত্রাণ ঢুকছে সেখানে।

ভারতে অশ্লীলতার অভিযোগে বন্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ট্রাম্পের প্রশংসা করায় জান্তার মিত্রদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার: মিয়ানমার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক শাসকদের কয়েকজন মিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন

ম্যাক্রোঁর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বেপরোয়া : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ;
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্লাস্টিকের বিকল্প ৩ হাজার পাটের তৈরি ব্যাগ বিনামূল্যে বিতরণ করেন

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা সহ কথিত সাংবাদিক আটক

সরাইলের দেওড়া গ্রামে'র শান্তি প্রতিষ্ঠায় রাজপথে জনতা

কক্সবাজার চকরিয়ায় ভাতিজার হাত ধরে পালিয়ে গেলো চাচি

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই

হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানবন্দরে ঢাবি অধ্যাপকের মৃত্যু

রাজধানীতে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেপ্তার ৩

হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

আল জাজিরার তথ্যচিত্রে হাসিনা-ইনানের গোপন ফোনালাপ ফাঁস

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ শিক্ষার্থী মাকিন না ফেরার দেশে

সীতাকুণ্ডে গৃহবধূকে কেরোসিন ঢেলে হত্যা : ঘাতক স্বামী গ্রেপ্তার

গজারিয়ার বাউসিয়ায় বন্যা ও বৃষ্টিহীন জলবদ্ধতার শিকার ৪০ পরিবার

ন্যূনতম খাবারটুকুও পাচ্ছেন না গাজাবাসী, জ্ঞান হারাচ্ছে মানুষ

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করব: এনবিআর চেয়ারম্যান

সন্তানদের কবরে যেন আর কারও দাফন না হয়, নিহতের বাবার আকুতি

মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

ফেনী পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে প্যারিসে ৭ দফা প্রস্তাবনা

হাতিয়ায় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, নৌ যোগাযোগ বন্ধ

যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না: বিমানবন্দর কর্তৃপক্ষ