তুরস্কে প্রধান বিরোধী দলের আরও তিন মেয়রকে আটক করেছে কর্তৃপক্ষ। শনিবার (৫ জুলাই) তাদের আটক করা হয়। খবর রয়টার্সের।
একজন প্রসিকিউটরের বিবৃতি এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মাসব্যাপী সরকারের আইনি দমন-পীড়ন যা আরও বিস্তৃত হয়েছে এবং ইস্তাম্বুলের বাইরেও অভিযান চালানো হচ্ছে।
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে দক্ষিণের বৃহত্তম শহর আদানা এবং আদিয়ামানের মেয়রদের সেইসঙ্গে আরও আটজনকে আটক করা হয়েছে।
এদিকে, সম্প্রচারমাধ্যম এনটিভি জানায়, বৃহত্তর তদন্তের অংশ হিসেবে আন্টালিয়ার মেয়র এবং ইস্তাম্বুলের বুয়ুকচেকমেস জেলার ডেপুটি মেয়রকেও আটক করা হয়।
গত বছরের অক্টোবর থেকে রিপাবলিক পিপলস পার্টির (সিএইচপি) শত শত সদস্য, যাদের মধ্যে পূর্বে ১১ জন মেয়রও ছিলেন, তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে সিএইচপি ব্যাপকভাবে অভিযোগ অস্বীকার করেছে এবং তদন্তকে রাজনৈতিকভাবে পরিচালিত বলে অভিহিত করেছে। যদিও সরকার যে অভিযোগ অস্বীকার করেছে।
গত মার্চ মাসে ইস্তাম্বুলের মেয়র, প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন অবস্থায় কারাদণ্ড দেয়া হয়।
যে অভিযোগ তিনি অস্বীকার করেন। ইমামোগলুকে কারাদণ্ড দেয়া নিয়ে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। সে সময় ইমামোগলুর মুক্তির দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ।
আমার বার্তা/এল/এমই