ই-পেপার রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জাহাজ চলাচলে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৫, ১১:২৮

কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপটে এবার সমুদ্রবাণিজ্যে একে অপরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের পতাকাবাহী জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

শনিবার (৪ মে) ভারতের বন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানি পতাকা বহনকারী কোনো জাহাজ ভারতের কোনো বন্দরে ভিড়তে পারবে না। একইভাবে, ভারতীয় পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যেতে পারবে না।

ভারতীয় কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের স্বার্থ এবং সমুদ্রবাণিজ্য নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কার্গো, বন্দর অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তাই এই নিষেধাজ্ঞার প্রধান কারণ।

এর কয়েক ঘণ্টা পরই পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তান। দেশটির সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে ঢুকতে দেওয়া হবে না। একইভাবে, পাকিস্তানের জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না।

তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনে এবং যাচাই-বাছাই করে ‘কেস-টু-কেস’ ভিত্তিতে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, উত্তেজনার মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তান বলছে, সেনাদের আভিযানিক সক্ষমতা যাচাই এবং কারিগরি দিক পর্যবেক্ষণই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

তবে এই সামরিক কার্যক্রমের পেছনে কূটনৈতিক পটভূমি আরও ঘনীভূত। ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন পর্যটক। এই হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ সে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার এক প্রজ্ঞাপনে জানায়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

শুধু তা-ই নয়, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে কোনো ডাক, কুরিয়ার কিংবা পার্সেলও ভারত গ্রহণ করবে না বলে জানিয়েছে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়।

বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মীরকে কেন্দ্র করে আবারও দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থনৈতিক ও সামুদ্রিক নিষেধাজ্ঞা, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সূত্র: ডন

আমার বার্তা/জেএইচ

তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত-বিমান চলাচল বন্ধ

তেলআবিবে দখলদার ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে

কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদি সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত

পাকিস্তানি তরুণীকে বিয়ে করে চাকরি হারালেন ভারতীয় সিআরপিএফ কর্মকর্তা

পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ক্যাম্পাসে যানজট নিরসনের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি

এবার কারিগরি শিক্ষকরা দিলেন ৪ দিনের আল্টিমেটাম

উপদেষ্টাদের ৩ এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

নির্বাচন নিয়ে সরকার মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

গরুর মাংসের আঁচার রেসিপি:

গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ, এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি

আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন করল ‘স্বপ্ন নিয়ে’ সংগঠন

এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ

অনলাইন জুয়া বন্ধে মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

জাল টাকাসহ চবি শিক্ষার্থী ও রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়

বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো: মির্জা ফখরুল

গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে: নাহিদ ইসলাম

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪০৫

বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত-বিমান চলাচল বন্ধ

কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তান