ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ডায়বেটিসের কারণে পায়ে ক্ষত রোগীের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল

ড. আবদুল্লাহ আল গাদ্দাফি (রানা):
২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৯

চিকিৎসাবিষয়ক ব্যয়বহুলতার কথা উঠলেই আমাদের মনে পড়ে ক্যান্সারের মতো রোগের কথা। অথচ, কী আশ্চর্য — যুক্তরাষ্ট্রের কেক স্কুল অব মেডিসিনের সিনিয়র পোডিয়াট্রিক সার্জন ড. দাউদ আর্মস্ট্রং-এর পর্যবেক্ষণ অনুযায়ী, ডায়াবেটিসে পায়ে ক্ষত রোগ সংক্রমণের চিকিৎসা ব্যয় স্তন, কোলোরেক্টাল, ফুসফুস, প্রস্টেট ক্যান্সার কিংবা লিউকেমিয়ার চিকিৎসার চেয়েও বেশি হতে পারে। আরো দুঃখজনক যে, যেখানে ক্যান্সার আক্রান্তরা সচরাচর চিকিৎসার প্রয়োজনীয়তা উপেক্ষা করেন না, ডায়াবেটিসে পায়ে ক্ষত রোগীরা প্রাথমিক সমস্যা অবহেলা করার ফলশ্রুতিতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে।

বৈশ্বিক আর্থিক চাপ:

ডায়াবেটিসে পায়ে ক্ষত চিকিৎসার ব্যয় দেশভেদে ভিন্ন। 'অ্যাটলাস অব দ্য ডায়াবেটিক ফুট'-এর তথ্য অনুযায়ী, একটি সংক্রমিত পায়ের সম্পূর্ণ নিরাময়ে খরচ তানজানিয়ায় যেখানে গড়ে ১০২ মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে তা বেড়ে দাঁড়ায় ৩,৯৫৯ ডলারে। যদিও এই পরিসংখ্যান অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরে, বাস্তবে যুক্তরাষ্ট্রের একটি গড় আয়ের ব্যক্তির জন্য এটি প্রায় ছয় দিনের আয়ের সমান — এক বিরাট চাপ।

অন্যদিকে, নিম্নআয়ের দেশে তুলনামূলক কম খরচ হলেও, তা ব্যক্তি ও পরিবারের জন্য সর্বনাশা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যেমন, ভারতে ডায়াবেটিসে পায়ে ক্ষত আলসারের চিকিৎসা ব্যয় গড়ে ১,২০,০০০ থেকে ২,০০,০০০ রুপি পর্যন্ত পৌঁছে, যার মধ্যে হাসপাতালের চার্জ, চিকিৎসার মান ও রোগের জটিলতা অনুযায়ী পরিবর্তন দেখা যায়।

খরচের ধরন

ডায়াবেটিসে পায়ে ক্ষত চিকিৎসার ব্যয় broadly দু’টি ভাগে বিভক্ত:

১. সরাসরি খরচ:

হাসপাতাল ভর্তির চার্জ, পরীক্ষা-নিরীক্ষা, অ্যান্টিবায়োটিক, ড্রেসিং, সার্জারি, অ্যামপুটেশন, রি-ভাসকিউলারাইজেশন, অস্থি-যন্ত্র, এবং বহির্বিভাগীয় পরামর্শ ইত্যাদি এতে অন্তর্ভুক্ত।

সংক্রমণ থাকলে গড়ে সরাসরি খরচ প্রায় ৮,১১৩ রুপি। সংক্রমণের পাশাপাশি পেরিফেরাল ভাসকুলার ডিজিজ (PVD) থাকলে খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায়, প্রায় ১৬,৪১৪ রুপিতে পৌঁছায়। শুধুমাত্র হাসপাতালে থাকার (অপারেশন ও পরীক্ষার বাইরে) খরচ ৩,৭০৩ থেকে ৬,৭৮৭ রুপির মধ্যে ওঠানামা করে।

২. পরোক্ষ খরচ:

এই অংশটি আরও জটিল এবং বোঝা কঠিন। এর মধ্যে রয়েছে:

কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে আয়ের ক্ষতি

সময়ের আগেই অবসর গ্রহণ

দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যয়

স্থায়ী অক্ষমতার জন্য সহায়তা প্রয়োজন

রোগী ও পরিবারের মানসিক চাপ ও দুর্ভোগ

PVD-সহ সংক্রমণ থাকলে সরাসরি ও পরোক্ষ ব্যয় মিলিয়ে মোট খরচ প্রায় ১৬,৮৫৩ রুপি ছাড়িয়ে যেতে পারে।

সংখ্যার বাইরের সংকট: সামাজিক অভিঘাত

ডায়াবেটিসে পায়ে ক্ষত শুধু আর্থিক ব্যয় নয়, এটি একটি গভীর সামাজিক সংকটও।

রোগীরা প্রায়শই:

কর্মজীবন থেকে আগেভাগে সরে আসতে বাধ্য হন

পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়েন

দীর্ঘস্থায়ী ক্ষত বা অঙ্গহানির কারণে সামাজিক বিচ্ছিন্নতার শিকার হন

মানসিক অবসাদ, উদ্বেগ ও হতাশায় ভোগেন

গ্রামাঞ্চলে পুনর্বাসন সেবার অভাবে অবহেলিত থাকেন

এই সামাজিক ক্ষতিগুলো নির্ণয় করা কঠিন হলেও, এগুলোর প্রভাব পুরো সমাজ ব্যবস্থায় ঢেউ তুলে দেয়, বাড়ায় স্বাস্থ্যখাত ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ।

অবহেলা বনাম সচেতনতা: একটি প্রতিরোধযোগ্য বিপর্যয়

ড. আর্মস্ট্রং একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন রোগীদের অবহেলা। যেখানে ক্যান্সার রোগীরা স্বাস্থ্য সচেতন হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে যান, সেখানে ডায়াবেটিসে পায়ে ক্ষত রোগে আক্রান্তরা ছোটখাটো আলসার, ফোলা বা ব্যথার মতো লক্ষণ উপেক্ষা করেন। এর ফল ভয়াবহ হতে পারে।

এক্ষেত্রে জরুরি:

জনসচেতনতা বৃদ্ধি

প্রাথমিক সতর্কতার শিক্ষা প্রদান

সহজলভ্য প্রতিরোধমূলক পোডিয়াট্রিক সেবা

কমিউনিটি-ভিত্তিক পায়ের স্বাস্থ্য যাচাইয়ের উদ্যোগ

প্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে না এগোলে অর্থনৈতিক, শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি শুধু বাড়তেই থাকবে।

ডায়াবেটিসে পায়ে ক্ষত কেবল একটি চিকিৎসাজনিত সমস্যা নয়, এটি এক নীরব অর্থনৈতিক ও সামাজিক মহামারি। এর প্রতিরোধে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, সক্রিয় সরকারি নীতি, এবং সমাজের সম্মিলিত প্রতিশ্রুতি। নইলে, আমরা শুধু অর্থের ক্ষয়ই দেখব না, বরং হারাব আরও অগণিত জীবন ও মানবিক সম্ভাবনা।

লেখ :সাবেক সহযোগী অধ্যাপক,

(ডায়বেটিসে পায়ে ক্ষত রোগ বিশেষজ্ঞ)

ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

(বর্তমানে ইবনে সিনা হাসপাতাল যশোরে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক)

ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

দেশে রোগমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে ড্রামে

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল)

ক্যান্সার রোগীদের দীর্ঘ সময় ভালো রাখা' র ঔষধ!

প্রতিটি মানুষের শরীরে ক্যান্সার কোষ রয়েছে ... এই ক্যান্সার কোষগুলোকে বিলিয়নে  গোনা না হওয়া পর্যন্ত

চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন

চিকিৎসক সপ্তাহ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক চিকিৎসক সপ্তাহ উদ্‌যাপন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন কারাগারে খালেদা জিয়াকে রেখেছিল আ.লীগ

ভারতের সামরিক আক্রমণ আসন্ন : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইয়েমেনে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মার্কিন হামলায় নিহত ৬৮ জন

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা, চালু কবে

স্পেন-পর্তুগাল- ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

জনগণ ভোট চাইছে না কীভাবে বুঝলেন: ড. ইউনূসকে খসরু

বায়ু দূষণ রোধে ঢাকায় বসবে এয়ার পিউরিফায়ার: ডিএনসিসি প্রশাসক

নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে: ইউনূস

কাশ্মীরিদের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন অব্যাহত

জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে: আলী রীয়াজ

ইউক্রেনের সঙ্গে আকস্মিক তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হককে চড়-থাপ্পড়

জন্মদিনে নাহিদকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে শুভেচ্ছা হাসনাতের

হজযাত্রীদের সেবায় ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলনকারীর ওপর ছাত্রদলের হামলা, শিক্ষার্থীদের প্রতিবাদ

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ৯ উইকেটের বিশাল জয়

হজের সফরে যেসব দোয়া পড়বেন