বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। দেখা গেছে নামদামি ব্র্যান্ডের বেশকিছু বিজ্ঞাপনে। ইদানিং কিছু ব্র্যান্ডের র্যম্প মডেল শো-শোস্টপার হিসাবে বড় বড় অ্যওয়ার্ড শোতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতিক GreenLeaf Award Show Season- 7 এ চিত্রনায়িকা রাজ রীপা “ময়না” সিনেমার নবাগত অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পান এবং আনজারা ব্র্যান্ডের শোস্টপার হিসেবে র্যাম্পে হেঁটে তাঁর নতুন নতুন লুকে গ্লামার দিয়ে দর্শকের নজর কাড়েন।সবদিক থেকে পারদর্শী অলরাউন্ডার এই অভিনেত্রী। নিজের গ্ল্যামার এবং যোগ্যতা দিয়ে অভিনয়ের যেভাবে জায়গা করে নিয়েছে মডেল হিসেবে জায়গা করে নিচ্ছেন। কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কে স্টার অ্যাওয়ার্ড শোতে এই অভিনেত্রী তার গ্লামার ও ভিন্ন লুকে রেম্পে হেঁটে দর্শকদের নজর কেড়েছেন। এ প্রসঙ্গে চিত্রনায়িকা রাজ রিপা বলেন, ‘মঞ্চে যখন উঠি তখন শুনতে পেরেছিলাম আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়।যখন মানুষ আমাকে পছন্দ করে সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র্যাম্পে হাটা তাও শরীরে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে। ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, বলে মানুষের এই হইহুল্লর চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র্যা ম্পে রেগুলার পাবেন ইনশাআল্লাহ। ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাতে কাজ করেছেন। বাংলা চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা রাজ রিপা অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে 'ময়না' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।