রাজধানীর বিভিন্ন এলাকা হতে ১ কেজি ৬০০ গ্রাম আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও অষ্ট্রেলিয়া হতে আগত কুশ উদ্ধার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০৮/২০২৫ ইং তারিখ উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এর নেতৃত্বে একটি টিম আদাবর থানাধীন, বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মোঃ খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬)‘কে ৪০০০(চার হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ঘটনাস্থল থেকে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে মোঃ তোফায়েল হোসেন শান্ত ভাড়াকৃত বাসা: আদাবর থানাধীন শেখেরটেকের একটি বাসা থেকে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার দখল থেকে ভয়ংকর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) ০১(এক) কেজি ৬০০ গ্রাম উদ্ধার করা হয়। উক্ত মাদক ও মাদক ব্যবসার মূল মালিক ১। মোঃ সৌরভ ইসলাম শান্ত ওরফে মোঃ তোফায়েল হোসেন শান্ত (পলাতক) ২। ইয়াছমিন আক্তার আঁখি (পলাতক)। পলাতক আসামীগণসহ গ্রেফতারকৃত মিলন মোল্লা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি নিয়মিত মামলা রুজ করা হয়েছে। পলাতক আসামী মোঃ সৌরভ ইসলাম শান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি তালিকাভুক্ত গডফাদার। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অন্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০৮/২০২৫ খ্রিষ্টাব্দে উপপরিচালক মোঃ মেহেদী হাসান নেতৃত্বে পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ২৮০ (দুইশত আশি) গ্রাম উদ্ধার পূর্বক মো: শহিদুল ইসলাম(৪৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে জিজ্ঞাসাবাদের ভিত্তি শুকুর মোহাম্মদ রিপন (৫০) ‘কে গ্রেফতার করা হয়।
এছাড়া, অদ্য ২৬/০৮/২০২৫ খ্রি: তারিখ ভোর ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গায়ান রিপাবলিকের নাগরিক Karen PETULA নামীয় একজন নারীকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়।
আমার বার্তা/এল/এমই