সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাকিব-বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। এবার সে প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের পর এবার সেখানে চিত্রনায়িকা শবনম বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে সময় দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সে বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে মন্তব্য প্রকাশ করেন জয়।
রোববার (৩ জুলাই) গভীর রাতে জয় তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নিজের একটি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যাচ্ছে, বিমান ভ্রমণে রয়েছেন তিনি।
এ ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ করে ‘দুই স্ত্রী’ প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন জয়। জানান, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।
সময়ের পাঠকের জন্য অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই।
কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না। সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।
আমার বার্তা/এল/এমই