ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অর্ধ-বার্ষিক, মডেল টেস্ট, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নাজমুল হাসান। তিনি তার প্রাঞ্জল বক্তব্যে বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার গুরুত্বারোপ করেন। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সুশিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের সভাপতি রওনক জাহান এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল। তিনি শিক্ষার্থীদের ফলাফলের চিত্র তুলে ধরে ভবিষ্যতে আরও উন্নতি কামনা করেন।
এ সময় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল তুলে ধরা হয় এবং অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ লক্ষ করা যায়।