লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান এবার সিনেমায় প্লে-ব্যাক করার ইচ্ছা প্রকাশ করেছেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ ছিল তার। বাবার কাছ থেকে পাওয়া একটি হাতঘড়ি দিয়ে একসময় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হন। এরপর থেকেই সংগীতের প্রতি ভালোবাসা আরও গভীর হয় তার।
পারভেজ খান বলেন, “গান আমার রক্তে মিশে গেছে। সিনেমায় প্লে-ব্যাক করার ইচ্ছে বহুদিনের। এখন সে প্রস্তুতি নিচ্ছি। আমি চাই, আমার কণ্ঠে লোকগানের ঐতিহ্য নতুনভাবে ছড়িয়ে পড়ুক।”
বাংলা ফোক গানে তার প্রত্যেকটি গানই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তার সুর ও গানের জনপ্রিয়তা এরইমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তিনি নিজে যে দুটি গান লিখে সুর করেছেন — ‘যদি মানুষ হইলে হতো না’ ও ‘যদি মন না থাকে’ — এই গান দুটি ব্যবহার করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ গানটিও ইতোমধ্যেই মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে।
গান ছাড়া অভিনয়ের প্রতি তার আগ্রহ থাকলেও নিজেকে গায়ক হিসেবেই পরিচিত করাতে চান তিনি। পারভেজ খান বর্তমানে পাঁচটি মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'প্রেমের বাজনা', 'তুই চলে গেলি কেনো' ইত্যাদি।
সংগীতজীবনের পাশাপাশি একজন ভিন্নধর্মী চিত্রনির্মাতা হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। ভবিষ্যতে সিনেমা নির্মাণ করতেও চান পারভেজ খান। সবমিলিয়ে একজন পূর্ণাঙ্গ বিনোদনকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।