ই-পেপার মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নিটোরের ফিজিওথেরাপিস্ট শিক্ষার্থীদের ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মসূচি

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৫, ১৩:০২

ন্যায্য ভাতা পাওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপিস্ট শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টা থেকে নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান আসেনি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাতা দাবিতে নিটোরের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের আন্দোলন নতুন নয়। দীর্ঘদিন ধরে এই দাবির বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ভাষায়, ‘আমাদের ন্যায্য অধিকারকে এক প্রকার অস্বীকারই করা হচ্ছে।’

বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সেক্রেটারি মো. আব্দুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা এখনো হয়নি। তিনি বলেন, “সোমবার (১৯ মে) আমরা শান্তিপূর্ণভাবে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করা হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অগ্রগতি হয়নি।”

তিনি আরও বলেন, “পরিচালক স্যার মন্ত্রণালয়ে থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক, একাডেমিক পরিচালক এবং ড্যাবের কয়েকজন প্রতিনিধি। তারা বলেছেন, এই বৈঠক আনঅফিশিয়াল। আমাদের দাবির বিষয়ে পরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু এ প্রতিশ্রুতি আমরা বহুবার পেয়েছি, বাস্তবে কিছুই হয়নি।”

এক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, “সবাই শুধু বলছে—দাবি যৌক্তিক, অধিকার ঠিক আছে। কিন্তু কার্যত কেউই আমাদের পাশে দাঁড়াচ্ছে না। একজন পরিচালক পর্যন্ত আমাদের সঙ্গে সময় দিতে রাজি নন, অথচ আমরা দিনের পর দিন ঘুরছি। ছাত্রীদেরও মাসের পর মাস এমন অবস্থার ভেতর দিয়ে যেতে হচ্ছে।”

আরেক শিক্ষার্থী জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একাধিকবার আবেদন-নিবেদন, ডেটা উপস্থাপন, চিঠি-পাত্রী পাঠানো হলেও সর্বশেষ চিকিৎসা শিক্ষা পরিচালক ডা. মহিউদ্দিন মাতাব্বর জানিয়েছেন, “ভর্তি পরীক্ষাও আমরা নিই না, ভর্তিও আমরা করাই না। নিটোর কর্তৃপক্ষ যেহেতু নিয়োগ করে, তোমাদের দাবি তাদের কাছেই জানাও।”

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, এই ধরনের বারবার ‘দায় এড়িয়ে চলা’ এখন তাদের মনে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

বাপসু সেক্রেটারি আব্দুর রহমান জানান, “যতদিন আমাদের ন্যায্য ভাতা দেওয়া না হবে, ততদিন এই কর্মসূচি চলবে। কেউ এখান থেকে যাবে না। আমরা ইন্টার্নশিপ করছি, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছি—অথচ ভাতা না দিয়ে আমাদের শ্রমকে অবহেলা করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না।”

অবস্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা কোনো হঠকারী সিদ্ধান্তে যেতে চান না। দাবি আদায়ের লক্ষ্যে এখনো তারা শান্তিপূর্ণ পথেই রয়েছেন। তবে দাবি পূরণে দীর্ঘসূত্রতা চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের চিকিৎসা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিটোরে প্রতিবছর শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু চিকিৎসা সহায়তাকারী এই শিক্ষার্থীরা সরকারি চিকিৎসা শিক্ষানীতির আওতায় না পড়ায় তাদের ভাতা সংক্রান্ত একটি স্পষ্ট নীতিমালা এখনো গঠিত হয়নি। ফলে চিকিৎসকদের মতো ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা কোনো সম্মানি পান না।

গত আট মাস ধরে এই বৈষম্যের অবসান চেয়ে একাধিকবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিটোর কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীরা যোগাযোগ করেছে। দাবি উঠেছে, চিকিৎসা পেশায় কাজ করা অন্য ইন্টার্নদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সম্মানজনক ভাতা দিতে হবে।

তবে দায়িত্বশীল সংস্থাগুলোর মধ্যে এই বিষয়ে দায় চাপানোর প্রবণতা এবং বারবার আশ্বাস দিয়ে দীর্ঘসূত্রতা তৈরির কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দিন দিন বাড়ছে। আন্দোলনকারীদের মতে, এটা শুধু অর্থনৈতিক দাবি নয়, বরং এটা সম্মান ও পেশাগত স্বীকৃতির লড়াইও।

আমার বার্তা/এল/এমই

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি-সাজেদুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায়

প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসব আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের

ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত “সেন্ট্রাল ইউনিভার্সিটি” গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরকারি তিতুমীর কলেজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের চার প্রস্তাবে ৪৩৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় অনুমোদন

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি-সাজেদুল

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে নরওয়ে

দিনে ৬ লাখ টাকা কর ফাঁকি দিচ্ছিল রয়্যাল টোব্যাকো, বন্ধ করে দিলেন ডিসি

জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার সহায়তা

সরকারি ব্যাংকের নবম-দশম গ্রেডে ৬০৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি

ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে রিটের আদেশ বুধবার

ঘুম থেকে জেগে যে আমলগুলো করবেন

ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

এনবিআর যেভাবে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে: অর্থ উপদেষ্টা

বিদেশে পেশাগত কোর্সের ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

মধ্যরাতে হাক্কানীর প্রকাশকের বাসায় হুলস্থূল, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসুদ

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান

পরিবেশ উপদেষ্টার সঙ্গে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক

পরিবারসহ নাফিজ সরাফতের ফ্ল্যাট প্লট ও জমি ক্রোকের আদেশ

টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ

গাইবান্ধায় ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী

মাধবপুরে ৪৭টি অবৈধ স’মিলের মধ্যে বৈধ স’মিল রয়েছে মাত্র ১১টি