ইতালির লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের ডকুমেন্টারি ফিল্ম ‘টেকেন বাই দ্য রিভার’। এটি নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ।
আগামী ১৭ জুন ইতালির সারডিনিয়াতে শুরু হবে লাইফ আফটার অয়েল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। ২১ জুন পর্যন্ত এটি চলবে। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পরিবেশবিষয়ক চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে এটি।
মূলত, মানবাধিকার ও পরিবেশ বিষয়ক ফিল্মের জন্য বিশেষায়িত এই চলচ্চিত্র উৎসব। ১২ তম আসরে আইকন হিসেবে বেছে নেয়া হয়েছে আফগানিস্তানের প্রথম নারী গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানির একটি চিত্রকর্মকে। আফগানিস্তানে তালেবান শাসন আমলে নারী অধিকারের বাস্তবতাকে সামনে রেখে এবারে উৎসবের থিম সাজানো হয়েছে। এ উৎসবের স্লোগান— “শিল্প মানুষের মন বদলে দেয়, মানুষ বদলায় পৃথিবী।”
‘টেকেন বাই দ্য রিভার’ একটি স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্ম। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তানভির মিজান। সম্পাদনার কাজ করেছেন আরিফ আল ইরফান।
এই ডকুমেন্টারি ফিল্মে বাংলাদেশের জলবায়ু অভিবাসীদের দুর্দশার গল্প তুলে ধরা হয়েছে। সহায়-সম্বল সবকিছু হারিয়ে শহরের বস্তিগুলোতে এবং নদী ভাঙন এলাকায় জলবায়ু শরণার্থীরা কী নিদারুণ কষ্টে জীবন অতিবাহিত করেন সেই চিত্র উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।
রকফেলার ফাউন্ডেশন, সিএনএন একাডেমির সহায়তায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। গত বছর জুলাই মাসে এটি প্রকাশ করে সিএনএন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আফ্রিকান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্মের পুরস্কার লাভ করে ‘টেকেন বাই দ্য রিভার’। এ উৎসব জাম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।
আমার বার্তা/এল/এমই