ই-পেপার শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

রাঙ্গামাটিতে পাহাড়ি ফলে জমে উঠেছে ভাসমান হাট

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৫, ১৮:১০

রাঙ্গামাটির ভাসমান হাট জমে উঠেছে মৌসুমি ফলে। আম, কাঁঠাল, আনারস, লিচু ও কলাসহ বেশকিছু দেশীয় ফলে সবসময় ভরপুর থাকে এ সমতাঘাট।

প্রতিদিন এখানে ভিড় জমায় পাইকাররা। গড়ে প্রতিদিন কোটি টাকার ফল বিক্রি হয় এ হাটে। হাটবারে সেটি বেড়ে যায় আরও কয়েকগুণ।

প্রতি শনি ও বুধবার সমতাঘাট হাট বসে। পাহাড়ের দুর্গম গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় নানা রকমের ফল নিয়ে আসেন চাষিরা। ভোর থেকে শুরু হয় বেচাকেনা। নৌকা ঘাটে ভিড়লেই পাইকাররা হুমড়ি খেয়ে পড়েন। দরদাম শেষে নৌকায় থাকা ফল উঠে যায় ট্রাকে। পরের গন্তব্য ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, এবার জেলায় তিন হাজার ৬২৮ হেক্টর জমিতে আম, তিন হাজার ৩৭৩ হেক্টর জমিতে কাঁঠাল, ১৯ হাজার হেক্টর জমিতে লিচু, দুই হাজার ৫৩৭ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছ। এর মধ্যে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ হাজার ২০০ মেট্রিকটন, কাঁঠালের লক্ষ্যমাত্রা ৯৮ হাজার মেট্রিকটন, লিচু ১৩ হাজার ৩০০ মেট্রিকটন এবং আনারস ৬৩ হাজার ২৫০ মেট্রিক টন।

হাটে আসা ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আনারস ও কাঁঠালের ফলন ভালো হয়েছে। লিচু ও আমের ফলন কিছুটা কম। পাহাড়ের আনারসের একটা সুনাম রয়েছে সারাদেশে। ভোক্তাদের কাছে চাহিদা রয়েছে এখানকার আনারসের। পাহাড়ি এলাকায় উৎপাদিত সব ফলেরই ব্যাপক চাহিদা রয়েছে।

হাটে নৌকায় করে কাঁঠাল নিয়ে আসেন বন্ধুকভাঙ্গা ইউনিয়নের সমীরণ চাকমা। তিনি জাগো নিউজকে জানান, ‘কাঁঠাল হলো সব চাইতে সস্তা ফল। আমার বাড়ির আশপাশে কিছু গাছে প্রতিবছরই ভালো ফলন হয়। সেগুলা বাজারে এনে বিক্রি করি। আজ প্রতিপিস কাঁঠাল ৪০ টাকা করে বিক্রি করেছি। হাটে ২০০ পিস বিক্রি করেছি। কাঁঠাল উৎপাদনে কোনো খরচ নাই। শুধুমাত্র পরিবহন খরচ বাদ দিলে বাকিটা লাভ থাকে। তবে আম ও লিচুর ভালো দাম আছে বাজারে।’

হাটে ফল কিনতে আসা ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘এবার আম ও লিচুর দাম অনেক বেশি। দেশি লিচু ১০০ পিস ৮০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত পাইকারি কিনতে হচ্ছে। এছাড়া চায়না থ্রি জাতের লিচুও পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। দেশি আম ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আরও কিছুদিন পর আম ও লিচুর দাম কমবে। বিশেষ করে আম্রপালি ও রাঙ্গুই জাতের আম এখনো বাজারে আসেনি। এ আমের চাহিদা রয়েছে।’

চাষিরা বলেন, ‘আনারসের ফলন ভালো হয়েছে এবার। দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। পাইকারি দরে প্রতিপিস আনারস ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি এখন পর্যন্ত তিন নৌকা আনারস বিক্রি করেছি। যেখানে ছয় হাজার পিস আনারস ছিল। উৎপাদন ও পরিবহন খরচ বাদ দিয়ে আমার ৮০ হাজার টাকা লাভ হয়েছে। বাগানে আরও কিছু আনারস এখনো আছে।’

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ‘পার্বত্য অঞ্চলের মাটির গুণগত মানের কারণে এখানে উৎপাদিত ফলের স্বাদ ও মান অনেক ভালো। পাহাড়ে কলা ও পেঁপে সারাবছরই পাওয়া যাচ্ছে। এখানকার উৎপাদিত কাঁঠাল, আনারস, লিচু সারাদেশে যাচ্ছে।'

আমার বার্তা/এল/এমই

দাম বেড়েছে মুরগির, কমেনি সবজির দাম

রাজধানীতে ঈদের আগে মুরগির বাজারে মাস খানেক ধরে যে ‘স্বস্তি’ ছিল, তা অনেকটা হারিয়ে গেছে;

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে, তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো

পাচারকৃত সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে সফরে রয়েছেন। সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন: শিবির সভাপতি

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ সফরের গুরুত্বপূর্ণ ইভেন্ট: শফিকুল আলম

ভারতের বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

বিমান বিধ্বস্ত আরোহীদের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে: জি এম কাদের

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ডিসেম্বরে নির্বাচন করে সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করা সম্ভব

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: ৩০ জনের লাশ উদ্ধার

ভারতে প্লেন দুর্ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা

জামায়াত নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে

যুক্তরাজ্য সফর: তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয় ও ৫৩ ব্রিটিশ নাগরিক

ঠনঠনিয়ায় দুই যুবকের প্রবাসযাত্রার স্বপ্ন বাঁচাল সেনাবাহিনী

ধানমন্ডির তাকওয়া মসজিদে কোরবানির পশুর চামড়া রেকর্ড দামে বিক্রি

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: জাহিদ

পুরানের দেখানো পথে আরও অনেকেই হাঁটবেন: স্যামির আশঙ্কা