সম্পূর্ণা বাংলাদেশ প্রদত্ত সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। রোববার (১৮ মে) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও সম্পূর্ণা বাংলাদেশ এর সভাপতি অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন৷
অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন, সঙ্গীত শিল্পী কোনালসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ অনেকজন নারীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পিয়া জান্নাতুল মডেল ও অভিনেত্রী ছাড়াও ব্যাক্তিগত জীবনে একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন থেকেই বাংলাদেশ সুপ্রিম কোর্টে সফলতার সাথে আইন চর্চা করে আসছেন। তিনি খুব কম সংখ্যক নাটকে অভিনয় করেছেন তবে সবগুলো নাটক ই অনেক ভালো হয়েছে।
তিনি বরাবরই বিভিন্ন শো-তে নজরকাঁড়া ড্রেস পরে আসেন। তবে সম্পূর্ণা অ্যাওয়ার্ড গ্রহণ এসেছেন একদম বাঙালি সাজে শাড়ী পরে। এই সম্পর্কে তিনি বলেন, একটি ব্যস্ত দিন কাটিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই পুরস্কার গ্রহণ করতে এসেছি। গাউন বা ঝলমলে শাড়ির বদলে আমি বেছে নিয়েছি একটি সাধারণ সুতির শাড়ি। কারণ আমি বিশ্বাস করি, এটি আমাকে সবচেয়ে সত্যভাবে উপস্থাপন করে।
তিনি আরও বলেন, সুন্দর হওয়ার জন্য চাকচিক্য নয়, দরকার আত্মবিশ্বাস। আমি যেভাবে কাজ করি, যেভাবে ভাবি, যেভাবে বাঁচি হয়তো এই সুতির শাড়ি তারই প্রতিচ্ছবি। এটি আমার পরিচয়।
তিনি বলেন, আমি সব সময় নারীদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই- সত্য, ন্যায় ও আত্মমর্যাদার পক্ষে।
আমার বার্তা/জেএইচ