প্রতি বছরের ন্যায় এই বছরও নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল মেট গালা ফ্যাশন ইভেন্ট। যেখানে অংশ নিয়েছিলেন বিশ্বের জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড, ডিজাইনার ও মডেলরা। বিশ্ব তারকাদের পাশে দেখা গেছে বলিউডের তারকাদেরও।
২০২৫ সালের মেট গালায় বাড়তি আলো ছড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবারই প্রথম মেট গালাতে শাহরুখের রাজকীয় অভিষেক দেখল গোটা বিশ্ব। বলিউড কিং ছাড়াও এই বছর মেট গালাতে অভিষেক হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদানির।
কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর আর তেমন দেখা যায়নি। এবার আন্তর্জাতিক ফ্যাশন শোর মঞ্চেই বেবিবাম্প দেখা গেল অভিনেত্রীকে।
এবারের আসরের থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন কিয়ারা। মেট গালা কার্পেটে অভিনেত্রী পরেছিলেন কালো রঙের বডি হাগিং পোশাক। প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট তার চোখে-মুখে।
একদিকে যেমন মেট গালার রেড কার্পেটে হেঁটে ইতিহাস তৈরি করেছেন কিয়ার। অন্যদিকে অভিনেত্রীর ফ্যাশন সেন্সও সকলের নজর কেড়েছে। কালো ও গোল্ডেন ডিজাইনের টিউব গাউনে মেট গালার কার্পেট মাতিয়ে দিলেন সিদ্ধার্থ-ঘরণী।
মেট গালার জন্য কিয়ারার পোশাক ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তা। কিয়ারার পোশাকের নাম ব্রেভহার্টস। গাউনে ক্রিস্টলের সঙ্গে রয়েছে সোনার তৈরি ব্রেস্টপ্লেট। মম টু বি কিয়ার এই পোশাকের ওপর মা ও সন্তানের হৃদয়ের মেলবন্ধন ঘটিয়েছেন গৌরব গুপ্ত।
বলে রাখা ভালো, কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি মেট গালা রেড কার্পেটে বেবিবাম্প নিয়ে হাঁটলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নায়িকার একাধিক ছবিতে দেখা গিয়েছে, কিয়ারা তার বেবিবাম্প প্রদর্শন করছেন।
আমার বার্তা/জেএইচ