মেট গালা হচ্ছে ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় ইভেন্টগুলোর মধ্যে একটি। এই একটি রাতের জন্য মুখিয়ে থাকে কোটি কোটি ফ্যাশনপ্রেমী। পুরো বছরজুড়ে খাটে ফ্যাশন হাউজগুলো, যাতে তাদের পোশাক পরে মেট গালার গালিচাকে সমৃদ্ধ করতে থাকেন নামীদামী তারকারা।
প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে মেট গালার আসর। এবার সে অনুযায়ী মেট গালা পড়ছে মে মাসের ৫ তারিখ। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেবেন।
তবে এবারের মেট গালা ভারতীয়দের জন্য একটি বিশেষ রাত। কারণ এই ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টে এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই প্রথমবারের মতো কোনও ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশগ্রহণ করছেন। এই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তার ভক্তকুল।
এবারের মেট গালার লাল গালিচা হতে যাচ্ছে শাহরুখময়। এর আগে খুব বেশি ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায়নি বলিউড বাদশাহকে। তিনি হাঁটলে যে মেট গালার জৌলুস আরও বাড়বে, সে আর বলার অপেক্ষা রাখে না।
তবে শাহরুখের আগেও মেট গালার সৌন্দর্য্য বাড়িয়েছেন ভারতীয় তারকারা, তবে তাদের সবাই ছিল নারী। গত বছর মেট গালার অন্যতম আকর্ষণ ছিলেন আলিয়া ভাট। একদম ভারতীয় রাজকন্যার সাজে মেট গালায় হাজির হয়েছিলেন তিনি। গায়ে জড়িয়েছিলেন হালকা সবুজ-নীলাভ রঙের নেট কাপড়ের শাড়িতে ফুল-পাতার মোটিফের চোখজুড়ানো শাড়ি।
পুরোটাই সুতা, পাথর আর কারদানার এমব্লিশমেন্টের কারুকাজ। নাটকীয়তা ছিল শাড়ির লম্বা আঁচলে। ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ‘বেঙ্গল রয়্যাল কালেকশন’-এর এই শাড়ি ১৬৩ জন মিলে ১ হাজার ৯৬৫ ঘণ্টা ধরে তৈরি করেছিলেন।
আলিয়ার পাশাপাশি গত মেট গালার গালিচায় নজর কেড়েছিলেন ভারতীয় ধনকুব আম্বানি পরিবারের মেয়ে ইশা আম্বানি। তার পোশাকটি হঠাৎ দেখলে মনে হবে, ভিন্নভাবে পরা শাড়ি; আবার কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে, আধুনিক গাউন।
আধুনিক বটে, কিন্তু গাউন না বলে একে ফ্যাশন–সচেতনেরা বলছেন—শাড়ি-গাউন। ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর এই পোশাকের কারুকাজের পুরোটা জুড়েই ছিল চুমকি, সুতার নকশি এবং জারদৌসির কাজ। পোশাকটির লম্বা আঁচল যেন বাহারি ফুলের বাগান, যেখানে খেলা করছে মৌমাছি আর প্রজাপতি। এই পোশাক তৈরি করতে সময় লেগেছিল ১০ হাজার ঘণ্টার বেশি।
ইশা-আলিয়ারও আগে থেকেই মেট গালায় সরব উপস্থিতি ছিল আরেক বলিউড ফ্যাশন আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। ২০২৩ সালের মেট গালায় কালো অফ শোল্ডার স্লিট গাউন আর ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে তিনি পরেছিলেন অপেরা গ্লাভসে উপস্থিত হয়েছিলেন দেশি গার্ল। তবে ওইদিন তার পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছিল গলায় থাকা হীরের হার, ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড বুলগারির ১১.৬ ক্যারাট হিরের হার ছিল সেটি।
তবে এই নেকলেসের ঔজ্জ্বল্যের থেকেও বেশি নজর কেড়েছে গয়নার দাম। যা শুনলে চোখ কপালে উঠতে পারে আপনারও। ওই স্টেটমেন্ট নেকলেসের দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৩০২ কোটি টাকার বেশি। তবে ২০১৯ সালের মেট গালার সাজ নিয়ে বেশ ট্রলের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
২০২৪ সালে মেট গালায় আমন্ত্রণ জানানো হয় বলিউডের আরেক তারকা দীপিকা পাড়ুকোনকেও। জ্যাক পোসেনের তৈরি স্ট্র্যাপলেস কাস্টম গাউনে ৩৩ বছরের এই তারকাকে অনন্য লেগেছে। লম্বা গাউন, ব্যান্ড লাগানো রেট্রো হেয়ারস্টাইলে অনেকের মতে, পরীর মতো লেগেছে তাকে।
এক্সেসরিজ হিসেবে তিনি পরেছেন গোলাপি কানের দুল আর একই রঙের ব্লেসলেট। টকটকে লাল ঠোঁট আর গোলাপি স্মোকি আইয়ের সাজের দীপিকা পাড়ুকোনের থেকে চোখ সরাতে পারেননি অনেকেই।
আমার বার্তা/এল/এমই