আজ বুধবার সপ্তাহের চতুর্থ দিন। দেশের মুদ্রাবাজারের লেনদেন চলছে। অন্যান্য দিনের মতো আজও মার্কিন ডলারের দর অপরিবর্তিত আছে। দুই মাসের বেশি সময় ধরে দেশের মুদ্রাবাজারে ১২২ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দর কমেছে ইউরো, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরী ডলারের। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। আজ কোনো মুদ্রার দর বাড়েনি।
আমার বার্তা/এল/এমই