জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রোকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সেলিমকে মারধরের ঘটনায় রবিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষককে শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আটককৃত রবিন উপজেলার দক্ষিণ রোকনাই গ্রামের খোকা শেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই স্কুলে পৌঁছান প্রধান শিক্ষক সেলিম। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রবিন কয়েকজন সহযোগী নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি পিটুনিতে সেলিম গুরুতর আহত হন। ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রবিনকে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রবিনকে মাদকাসক্ত বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হামলার কারণ জানা যাবে।”