খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রূপসা থানায় মামলা করেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যাবস্থাপক মো. আসলাম হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় শাখার সহকারী মহাব্যাবস্থাপক মো. মশিউর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হামিম শেখ।
পুলিশ এখনো এ ঘটনার মূল দুষ্কৃতকারীদের ধরতে পারেনি। তবে ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন, আবুল কাশেম ও তরিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় ৬টি তালা ভেঙে ভল্ট থেকে ১৬ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে একজন দুর্বৃত্তকে দেখা গেলেও তার মুখে কাপড় বাঁধা থাকায় চিহ্নিত করা যায়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে ব্যাংকের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে থানা পুলিশ।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।
আমার বার্তা/এল/এমই