নারায়নগঞ্জের রূপগঞ্জের বড়ালু এলাকায় মাছের খামারে ডাকাতি ও চাঁদা দাবী এবং হামলার ঘটনা ঘটেছে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে রেশমা আক্তার নামে এক ভুক্তভোগী নারী।
এ বিষয়ে ভুক্তভোগী রেশমা আক্তার জানান গত মঙ্গলবার (৬ আগস্ট ২০২৫) রাতে বড়ালু এলাকায় রেশমা আক্তারের মালিকানাধীন মাছের খামারে মোঃ হোসেন গং,দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাল ফেলে মাছ ধরে নেয়। ঘটনার পর দিন বুধবার (৭ আগস্ট২০২৫) তারা রেশমা আক্তারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোঃ হোসেন (৪৫), আবু তাহের (৩৮),আফজল (৪০),মোক্তার হোসেন (৪৮) সহ
কয়েকজন মিলে রূপগঞ্জ বড়ালু পশ্চিম পাড়া খেলার মাঠের সামনে পাকা রাস্তায় রেশমার ভাশুর এর ছেলে আবু তালেব (৪০) কে কাজ থেকে ফেরার পথে তার গতিরোধ করে ধারালো রামদা,চাপাতি,ছুরি,লোহার রড দিয়ে তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ হামলায় আবু তালেব গুরুতর হাড়ভাঙ্গা ও জখম হয়। এসময় আবু তালেব এর ডাক-চিৎকারে তার ভাশুর মনির হোসেন এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে, তাদের ডাক-চিৎকারে তার স্বামী আক্তার হোসেন (৪৫) এগিয়ে আসলে তাকেও রক্তাক্ত জখম করে। এসময় আবু তালেব এর সঙ্গে থাকা ১৮,৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এসময় আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আহতদের প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়৷ এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্য আবু তালেব এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়৷
এ ঘটনায় ভুক্তভোগী রেশমা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ সহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেন ।