চট্টগ্রাম ও পটুয়াখালীতে "তারুণ্যের উৎসব-২০২৫" শীর্ষক মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও অগ্রযাত্রা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫’’ শীর্ষক মাদক বিরোধী বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় চট্টগ্রাম ও পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
আমার বার্তা/জেএইচ