নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাব আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ১১টায় নওগাঁ বাটার মোড়ে অস্থায়ী অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের নওগাঁ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃআব্দুল হালিম মন্ডল ও নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মকছেদুল ইসলাম, সহ-সভাপতি ফজলে রাব্বি চাঁদ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।
এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার সাংগঠনিক আলাপ-আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে স্বচ্ছ সাংবাদিকতা করার জন্য দিকনির্দেশনা ও দেশে ও জনগণের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় গড়তে সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করার কথা উঠে আসে।
এসময় বিভাগীয় সভাপতি সাংবাদিক আব্দুল আলিম মন্ডল বলেন, দেশের এই দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে একত্রে হয়ে কাজ করার জন্য আহ্বান জানান ও জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান বিষয় নিয়ে কাজ করার নির্দেশ দেন।
পরিশেষে এই আলোচনা সভার সভাপতি মোঃ আলমগীর হোসেন সাংগঠনিক বিষয়ে আলোচনা শেষ করে সভাটি মন্তবী ঘোষণা করে।