মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে গজারিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন উপজেলার ৫০টিরও বেশি বেসরকারি কিন্ডারগার্টেনের ৭ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
আন্দোলনকারীরা জানান, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এতে শুধু গজারিয়াতেই নয়, সারাদেশে গড়ে ওঠা হাজার হাজার কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১৩ লাখ কোমলমতি শিক্ষার্থী এই পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে।
মানববন্ধনে বক্তব্য দেন গজারিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, সদস্য মাসুদ রানা, মো. মনির মিয়া, ওমর ফারুক, আবুজাফর ভূইয়া, মো. শাহজাহান সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী ও অভিভাবক প্রতিনিধি বিএনপি নেতা নুরুল আমিন সরকার।
আন্দোলনকারীরা জানান, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুন্ন করে। তাই পূর্বের নিয়ম অনুসারে বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
পরে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। ইউএনও জানান, “আমি তাদের স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।”
মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল দৃশ্যত ব্যাপক ও সংগঠিত। আন্দোলনকারীদের মতে, বিষয়টি শুধু শিক্ষক বা প্রতিষ্ঠানের নয়— এটি কোমলমতি শিশুদের ন্যায্য অধিকার রক্ষার লড়াই।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই