মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য একটি গভীর বেদনার বিষয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এ আয়োজন করেছি।”
আয়োজন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. রায়হান উদ্দিন।
আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মো. লোকমান হোসেন/এমই