কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) পৃথক সাপের কামড়ের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- কালু হালসানা (৩৫) ও কামরুজ্জামান প্রামাণিক (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন কামরুজ্জামান। এসময় তাকে একটি সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, ভোর ৫টার দিকে বাড়ির পাশেরে একটি বাগানে আম কুড়াতে গেলে কালু হালসানাকে একটি সাপ কামড় দেয়। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমার বার্তা/এল/এমই