রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সবজি হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত একজন মারা গেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কদম আলী মণ্ডল (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়।
কদম আলী কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। আজ বুধবার সকালে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
এ ঘটনায় নিহত কদম আলীর বড় ভাই আফজাল হোসেন বাদী হয়ে গতকাল রাতে কালুখালী থানায় মামলা করেন। এতে বেদবাড়িয়া গ্রামের শিমুল মোল্লাসহ ২৮ জনকে এজাহারভুক্ত এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা করার পর আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের নান্নু শেখের ছেলে লিমন শেখ (১৮), ঘোড়ামারা গ্রামের আবদুর রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির (২০), মিয়াপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে রাজীব শেখ (২৫) ও একই গ্রামের ফুয়াদ মিয়ার ছেলে মিজান মিয়া (১৮)।
এর আগে গত রোববার দুপুরে সোনাপুর বাজারে অবস্থানকালে হামলা চালিয়ে কদম আলীর দুই হাত ও পা মারাত্মক জখম করা হয়। হাসপাতালে এখনো চিকিৎসাধীন মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে আরজু মোল্লা (৪০) ও একই উপজেলার নতুন চর গ্রামের হাবিল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮)। এর মধ্যে আরজু মোল্লার দুই হাতের কবজিতেও গুরুতর আঘাত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিয়াকান্দির সোনাপুর বাজারের সবজি হাট বৈশাখ মাসের প্রথম দিকে দখলে নিতে চান কালুখালীর শিমুল মোল্লা। শিমুল দখলে নিতে ব্যর্থ হওয়ায় আধিপত্যের কারণে হাট দখল করেন আরজু মোল্লা। চলতি মাসের প্রথম সপ্তাহে হাটে অবস্থানকালে আরজুসহ কয়েকজন শিমুল মোল্লাকে কুপিয়ে জখম করেন। চিকিৎসা শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন শিমুল।
রোববার দুপুরে সোনাপুর বাজারে আরজু মোল্লা, কদম আলী ও বাচ্চু মিয়ার অবস্থানের বিষয় জানতে পেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর সঙ্গে শিমুলের সম্পৃক্ততার অভিযোগ করেন আহত ব্যক্তিদের স্বজন ও পরিবার।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কদম আলী মারা গেছেন। গতকাল রাতেই পরিবার থেকে মামলা করা হয়েছে। পরে মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আমার বার্তা/এল/এমই