লালমনিরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হচ্ছে হাটবাজার। এতে বিঘ্ন হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। যাতায়াতে পড়তে হচ্ছে ভোগান্তি।
সপ্তাহের প্রতি শনি ও বুধবার পশুর হাট বসে। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বেচাকেনা। আর বাকি পাঁচদিন প্রতিষ্ঠানটির মাঠে দৈনিক বাজার বসে। ১৬ এপ্রিল থেকে এভাবেই বিদ্যালয় মাঠ দখল করে হাট বসানো হচ্ছে।
অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, যদি এই মাঠ হাটবাজারের দখলে চলে যায়, তাহলে কোমলমতি শিশুদের আর কোনো স্বপ্ন থাকবে না।
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা বলেন, আমার ফুটবল খেলতে চাই মাঠে। কিন্তু এখন মাঠে খেলতে পারি না। আমরা পড়তে এসেছি, এখানে পশুর হাট দেখতে চাই না।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রফিক বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করতে পারলে আমরাও পিছিয়ে যাবো। খেলাধুলা না করতে পারলে আমরা বিভিন্ন দিকে চলে যেতে পারি। কারণ আমাদের এখানে মাদকের আড্ডা বেশি হয়।
শিয়ালখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী বলেন, শিক্ষার পরিবেশ বাঁচাতে হলে মাঠ হাটমুক্ত করতে হবে। কিন্তু আমরা বারবার বলেও সাড়া পাচ্ছি না।
আমার বার্তা/এল/এমই