টাঙ্গাইলে পৃথক স্থানে একদিনে তিন গৃহবধূর ও এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) টাঙ্গাইল সদর ও সখীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার একঢালা গ্রামের আব্দুল মজিদ তালুকদারের মেয়ে মাহিমা আক্তার মিম (৩০), সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে আর্জিনা আক্তার(২৫), উপজেলার কালমেঘা পূর্বপাড়া এলাকায় রিপন মিয়ার স্ত্রী আল্পনা আক্তার(২৫) এবং দেলদুয়ার উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার প্রবাসীর স্ত্রী মাহিমা আক্তার মিম ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার মেয়ে বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ রব্বানী বলেন, মাহিমা আক্তার মিম পূর্ব আদালত পাড়ায় মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে গাছের একটি ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সঙ্গে বিয়ে হয় তার। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার তিন বছরের একটি ছেলে রয়েছে।
বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় আল্পনা আক্তার এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার রিপন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার মডেল মসজিদের অফিস রুমের ভিতরে ইমাম হোসেন নামে এক যুবকের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমাম হোসেন দেলদুয়ার মডেল মসজিদের সিকিউরিটি দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারণা ইমাম হোসেন আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমার বার্তা/জেএইচ