নওগাঁ মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আট সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সময় টিভির নওগাঁর জ্যৈষ্ঠ প্রতিবেদক এম আর রকিকে আহ্বায়ক এবং বার্তা২৪ এর নওগাঁ প্রতিনিধি শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
নির্বাচিত আরো সদস্যরা হলেন,এটিএন নিউজ ও প্রতিদিনের সংবাদের নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিব, নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার নওগাঁ প্রতিনিধি সাফিউল ইসলাম রকি,প্রতিদিনের কাগজের নওগাঁ প্রতিনিধি নাজমুল হক, বরেন্দ্র রেডিওর অনুষ্ঠান প্রযোজক শরীফ উদ্দীন, দেশ প্রতিদিনের নওগাঁ প্রতিনিধি তৌফিকুর রহমান শিশির ও প্রতিদিনের চিত্র ও জনতার বার্তা মাল্টিমিডিয়ার নওগাঁ প্রতিনিধি এ.কে নোমান ।
নওগাঁ মাল্টিমিডিয়া রিপোটার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সময় টিভির নওগাঁর জ্যৈষ্ঠ প্রতিবেদক এম আর রকি বলেন, তারুণ্যর উদ্যমতায় প্রান্তিক পর্যায়ের ইতিহাস ঐতিহ্য ও নিপীড়িত মানুষের কথা তুলে আনতে কাজ করবে মাল্টিমিডিয়ার রিপোর্টাররা। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে রিপোর্টারদের নিজেদের যোগ্যতার পরিচয় তুলে ধরার আহ্বান জানান তিনি ।