কুমিল্লা বারের আইনজীবী শাহজালাল মজুমদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট পশ্চিম বাজারে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানান ওই আইনজীবী নিজেই।
আইনজীবী শাহজালাল বলেন, "ঈদের আগের দিন, বিগত রবিবার রাত অনুমান সাড়ে ৯টার সময় মুন্সীরহাট বাজারে বেশ কয়েকজন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায় ও মারধর করে আহত করে। সন্ত্রাসীরা আমাকে অপহরণ করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মারধর করে আহত অবস্থায় মৃত মনে করে ফেলে রেখে চলে যায়।"
এ সময় স্থানীয় দোকানদার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলার শীর্ষ আইনজীবী নেতৃবৃন্দ ও জেলা বারের পিপি কাইউমুল হক রিংকু
উল্লেখ্য, চৌদ্দগ্রামের মুন্সীরহাট বাজারে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তাদের অত্যাচারে ব্যবসায়ীসহ এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।