গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি এম শামীম এর উদ্যোগে সপ্তাহব্যাপী মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৫৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজ সহ এলাকার সাধারণ জনগন এ কার্যক্রমে সম্পৃক্ত হন।
এসময় আয়োজক বি. এম শামীম বলেন ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়ে, এতে করে এলাকার জনসাধারণের মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে শুরু করে সেই সাথে ড্রেনেজ বোঝাই ও মশা বাড়ায় এলাকাবাসীর ভোগান্তির সৃষ্টি হতে থাকে তাই, তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীর ও জনসাধারণের কল্যানে এসব কর্মসূচি গ্রহন করেছেন।