লালমনিরহাটের পাটগ্রামে জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) আব্দুল হাকিম বকুলের সভাপতিত্বে শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে সকাল ১০ টায় সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল করিম প্রধান আহবায়ক উপজেলা বিএনপি; মোস্তফা সালাউজ্জামান ওপেল, সভাপতি পাটগ্রাম পৌর বিএনপি।
সম্মেলন উদ্বোধন করেন সাইফুল ইসলাম সভাপতি জিয়া পরিষদ লালমনিরহাট, প্রধান বক্তা হিসেবে ছিলেন মো: দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়া পরিষদ লালমনিরহাট, সম্মেলন সঞ্চালন করেন মো: মুকুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তবে স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করা যেন সাংবিধানিক বৈধতা ছিল। তিনি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন। তিনি সবাই কে সদাচরণের কথা বলেন, আপনাদের আচার আচরনের মাধ্যমে যেন আওয়ামীলীগ আর বিএনপির পার্থক্য বুঝতে পারে।
সম্মেলনে পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হন আক্তারুজ জামান সওদাগর এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন সাব্বির আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হাকিম ইভান, পাটগ্রাম পৌর শাখার সভাপতি নির্বাচিত হন ফরহাদ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক মুকুল হোসেন।