ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর থেকে একটি আলোচনা প্রায়ই ঘুরেফিরে আসছে। সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেঁকে না বসে। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে , সংবিধান সংস্কার কমিশনে ১৮ টি প্রস্তাব দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
বুধবার বিকালে জাতীয় সংসদ ভবন এলাকায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানায় সংগঠনটি।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা সংস্কার কমিশনের কাছে প্রাথমিকভাবে ১৮টি প্রস্তাব লিখিত আকারে কমিশনের কাছে জমা দিয়েছি।
মানবতার রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র যেন জবরদখলে না যায় । দেশের সব মানুষ যেন সকল অপরাজনীতি থেকে মুক্ত থাকে। এ ধরণের বেশ কয়েকটি প্রস্তাব রাখার কথা জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবরার চিশতি, আহমদ শাহ মোর্শেদ (প্রেসিডিয়াম সদস্য), আওয়াল কাদরী (প্রেসিডিয়াম সদস্য), সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু, অর্থ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ প্রমুখ।