পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে লেখাপড়া জন্য একটা শিক্ষিত জাতি যথেষ্ট। ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয় ও বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বি এন কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, প্রতিটি মা-বাবার নিজের দায়িত্ব থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে নজর দিতে হবে, পাশাপাশি তাদের লেখাপড়ার প্রতি গাইডলাইন দিতে হবে এবং বিশেষ করে ছেলেদের প্রতি নজর রাখতে হবে তারা যেন নেশাগ্রস্ত না হয়, তিনি আরো বলেন প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে ছাত্র ছাত্রীর প্রতি নজর দিতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন, প্রধান শিক্ষক বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর আলী, মুরাদুন্নবীর মুরাদ, উপজেলা বিএনপির মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুল সাত্তার, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,রুহুল আমিন সুজন, যুগ্ন আহবায়ক উপজেলা পৌর বি এম পি, আহবাহক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ,৮ নং নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ওমর আলী মাস্টার, সাবেক প্রধান শিক্ষক রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন কে এম নুরুল ইসলাম, সিনিয়র বিজ্ঞান শিক্ষক বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয়, ও সাবেক ছাত্রনেতা নুর ইসলাম প্রমুখ।