ই-পেপার শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ঐতিহ্যবাহী বেত শিল্পের নান্দনিকতার ধারক নওগাঁর ‘লাবনী বেত ঘর

মো: এ কে নোমান, নওগাঁ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৫

নওগাঁ শহরের ঐতিহ্যবাহী বেত শিল্প এখনও টিকে আছে কিছু কারিগরের অনন্য দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে। আধুনিকতার জোয়ারে অনেক পুরনো শিল্প হারিয়ে গেলেও, নওগাঁর ‘লাবনী বেত ঘর’ প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের উদ্ভাবন ঘটিয়ে বেঁচে আছে। এই বেত ঘরটি নওগাঁ সদরে কালিতলা এলাকার বিনাপানির মোড় নামক এলাকায় অবস্থিত। এখানে তৈরি হয় বেতের নানান কারুকাজ, যা শুধু জেলার ভেতরেই নয়, জেলার বাইরেও জনপ্রিয়। গৃহস্থালি ব্যবহারের সামগ্রী থেকে শুরু করে সাজসজ্জার উপকরণ পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করে আসছে। তাদের পণ্যের চাহিদা এখনও টিকে আছে মান ও নান্দনিকতার জন্য।

নওগাঁর 'লাবনী বেত ঘর'-এ বিভিন্ন ধরনের বেতের পণ্য পাওয়া যায়। বেতের চেয়ার, টেবিল, ঝুড়ি, মোড়া (টুল), শোপিস, ছোফাসেট, ডাইনিং টেবিল, খাট এবং ঝাড়বাতির পাশাপাশি অনেক আকর্ষণীয় পণ্য তৈরি হচ্ছে, যা গৃহস্থালি থেকে সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, বেতের চেয়ার ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়, যা টেকসই ও নান্দনিক। বেতের টেবিলের দাম আকার ও ডিজাইন অনুযায়ী ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। এছাড়া, ঘর সাজানোর জন্য ফুলদানি ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। ছোটখাট গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য বেতের ঝুড়ি ও মাজনদানি ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। ঝাড়বাতি বিক্রি হয় ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

এছাড়াও, বিশেষ কিছু পণ্য যেমন স্ট্যান্ড দোলনা (২৮০০থেকে ৩০০০ টাকা) এবং ঝুলন্ত দোলনা (১৩০০ থেকে ১৫০০ টাকা) বেশ জনপ্রিয়। বিলাসবহুল ডাইনিং টেবিলের দাম ৪০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে। এই বৈচিত্র্যময় পণ্য এবং তাদের গুণগত মানের জন্য ক্রেতাদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

'লাবনী বেত ঘর'-এর মালিক শ্রী বিমল কুমার দাস বলেন, “আমাদের বাপ-দাদারা একসময় ধামা, ঝুড়ি, দাঁড়িপাল্লা ও অন্যান্য বেতের পণ্য তৈরি করতেন। সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। তবে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা আধুনিক ডিজাইন ও পণ্য তৈরি করছি, যেমন চেয়ার, টেবিল, দোলনা, ডাইনিং টেবিল ও ফুলদানি।”

তিনি আরও জানান, ২০০০ সাল থেকে তিনি এই ব্যবসায় জড়িত আছেন এবং স্থানীয় বাজার ছাড়াও নওগাঁর বিভিন্ন দোকানে তাদের তৈরি পণ্য পাইকারি ও খুচরা দামে বিক্রি হয়। বেতের মান উন্নত করার জন্য তারা চট্টগ্রাম থেকে বেত আমদানি করেন, যা মূলত আসাম, বার্মা ও ইন্দোনেশিয়া থেকে আসে।

লাবনী বেত ঘরের একজন কারিগর, শ্রী নারায়ণ চন্দ্র প্রামাণিক বলেন, “এই কাজ কষ্টের হলেও আমরা ভালোবাসা দিয়ে করি। আধুনিক পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের নতুন ডিজাইনের পণ্য আনতে হয়। আমাদের পণ্যের সবচেয়ে বড় গুণ হলো এটি পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী। ক্রেতাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা আধুনিক ডিজাইন তৈরি করছি।”

কারিগরদের মতে, বেত শিল্পে আগের মতো কর্মসংস্থান না থাকলেও যারা এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তারা এটি ঐতিহ্যের অংশ হিসেবে ধরে রাখার জন্য লড়াই করছেন। শ্রী নারায়ণ আরও বলেন, “আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম এই শিল্পে আগ্রহী হোক। বেতের পণ্য কেবল ব্যবসা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।”

বেত শিল্পের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কারিগরদের আরও সমর্থন প্রয়োজন। নওগাঁর বিভিন্ন স্থান যেমন শহরের প্রধান বাজার, উপশহর এবং আশেপাশের জেলাগুলোর দোকানে পাইকারি ও খুচরা দামে পণ্য বিক্রি হয়। ঢাকার কিছু দোকানে সরবরাহ করা হয় এবং ক্রেতারা বিশেষ অর্ডার দিয়ে নানান বেতের পণ্য কেনেন।

'লাবনী বেত ঘর' শুধুমাত্র একটি ব্যবসা নয়; এটি নওগাঁর ঐতিহ্যবাহী বেত শিল্পকে টিকিয়ে রাখার প্রচেষ্টা। শ্রী বিমল কুমার দাস এবং তার কারিগররা যুগের সাথে তাল মিলিয়ে নতুন পণ্য তৈরি করছেন, যা স্থানীয় এবং জাতীয় বাজারে ব্যাপকভাবে সমাদৃত। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা এবং নতুন প্রজন্মের আগ্রহ বিশেষ প্রয়োজন।

বরিশাল নতুন বাজারে খসে পড়ছে ছাদের পলেস্তারা

তৈরির ১০ বছর না পেরোতেই খসে পড়ছে বরিশাল সিটি করপোরেশনের নতুন বাজারের ছাদের পলেস্তারা। প্রাণের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিমরুলের আক্রমণে সামছু মিয়া (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে

মুরাদনগর উপজেলার শুশুন্ডা ইউসুফনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহারের মৃত্যু

মুরাদনগর উপজেলার ধীরামপুর দিলালপুর  শুশুন্ডা ইউসুফনগর (ডিডি এস এয়াই) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার মনি

দেশি প্রজাতির মাছের বংশবিস্তার সংকটে ফেলছে মরণফাঁদ 'চায়না জাল' নেই প্রশাসনের তৎপরতা

জালের নাম “চায়না জাল”- গড়ে প্রায় ৪০ ফুট লম্বা। এক ফুট পরপর ছোট-বড় মাছ প্রবেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল নতুন বাজারে খসে পড়ছে ছাদের পলেস্তারা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু

মুরাদনগর উপজেলার শুশুন্ডা ইউসুফনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহারের মৃত্যু

কানপুরে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পোড়ানোর অভিযোগ

দেশি প্রজাতির মাছের বংশবিস্তার সংকটে ফেলছে মরণফাঁদ 'চায়না জাল' নেই প্রশাসনের তৎপরতা

যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে

স্বৈরাচারে বিরক্ত হয়ে মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায়: আব্দুল্লাহ তাহের

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৫

ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি, হাবিপ্রবিতে বিক্ষোভ

সাবেক এমপি মন্নুজান-কামালসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ভাষা সৈনিক আবদুল গফুর আর নেই

বাড়ছে নদ-নদীর পানি, চার জেলায় প্লাবনের শঙ্কা

ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও খোলা পোশাক কারখানা

ঐতিহ্যবাহী বেত শিল্পের নান্দনিকতার ধারক নওগাঁর ‘লাবনী বেত ঘর

নওগাঁর মান্দায় আড়াইশ বছরের রায় বাড়ি

নওগাঁর বৃক্ষ মেলায় এক গাছের দাম ৪০ হাজার টাকা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ: টাইমকে নাহিদ

পাকিস্তানে ৬ দিন ধরে শিয়া-সুন্নি সংঘাত, নিহত বেড়ে ৩৭