আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেডের কারখানাটি গত ২৪ আগস্ট শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। এতে শতশত শ্রমিক বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা দোকানদার ও বাড়িওয়ালাদের কাছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন। পরিবার নিয়ে তারা দুঃসহ দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, শ্রমিকদের কোনো পাওনা পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ বেআইনিভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছে, যা শ্রম আইন লঙ্ঘনের শামিল। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
সমাবেশে পোশাক শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই