নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় বাস-ট্রাকের ধাক্কায় মো. মোহন মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত মোহন মিয়া চাঁদপুরের মতলব উপজেলার নন্দী খোলা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। বর্তমানে ফতুল্লার পাগলা এলাকায় ভাড় থাকতেন। তিনি পেশায় লোহার গর্দা ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে চারটা নাগাদ মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদ্দাম হোসেন জানান। আজ বেলা তিনটার দিকে ওই ব্যক্তিটি বাজার সদাই নিয়ে সাইনবোর্ড পেট্রোল পাম্পের সামনের মেন রোড পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক ও বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে তার পরিবারের সাথে কথা বলে নিহতের নাম পরিচয় জানতে পেরেছি। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই