মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে রেলি শেষ করে পরে মুল অনুষ্ঠান শুরু হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি"র সহযোগী সংগঠন হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠান পরিচালনা মোল্লা শফিক অপুর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট সাইদুল হক সাঈদ, বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র পরিচালক সাংবাদিক জ ই বুলবুল, লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, এডভোকেট শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
পরে কিছু গুনীজনদের হাতে স্ব স্ব পেশায় অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তোলে দেন প্রদান অতিথি। এর মধ্যে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউ সাইন্স হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক এম এস জহিরুল চৌধুরীকে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য, শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট রিভিউ সোসাইটির পরিচালনার জন্য এডভোকেট সাইদুল হক সাঈদ, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক জ ই বুলবুল, সহ আরো এমন অনেকের হাতে ”হিউম্যান রাইটস পিচ অ্যাওয়ার্ড ”২৪ সম্মাননা পুরস্কার তোলে দেয়া হয়েছে প্রধান অতিথি সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।