রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণ হওয়া নাজমুল ইসলাম রেজোয়ান (১৩) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা নরুন্দী হাউজিং এর ৭ নং রোডের মাথায় টিনের মসজিদের পাশে কাশ বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রেজওয়ান হাজারীবাগের ২৬/২ নং তল্লাবাগ এলাকার মোঃ কালামের ছেলে। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।গত ৬ই অক্টোবর তাকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মিলন (২৮) নামে এক যুবককে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর পিতা মো. কালাম একজন ঠিকাদার ব্যবসায়ী। মিলনের সাথে কালাম মিয়ার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে মিলন কালাম মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রেজওয়ানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে সে শ্বাসরোধে রেজওয়ান কে হত্যা করে মরদেহ কাশবনের ভিতর ফেলে পালিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, শিশু রেজওয়ান অপহরণের পর তার পরিবারের লোকজন গত ৬ আগষ্ট হাজারীবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত সন্দেহভাজন আসামি মিলনকে আটক করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করলে কেরানীগঞ্জের নরুন্দী হাউজিংয়ের ভিতর থেকে শিশু রেজওয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল(মিটফোর্ড) কলেজের মর্গে পাঠানো হয়।
আমার বার্তা/এম রানা/এমই