সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দুটি পৃথক কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন এবং অপরটি করেছে প্রক্টরিয়াল বডি।
নির্বাচন কমিশন গঠিত কমিটির সদস্যরা হলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক ও সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, প্রক্টর কার্যালয়ের তিন সদস্যের কমিটিতে আছেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহাবুব কায়সার, শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এবং সংবাদ সম্মেলনে জানান, কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইবার বুলিং নিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন। কমিটি বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছে এবং সাইবার বুলিংয়ের বিষয়টি কীভাবে কমানো যায়, তা নিয়ে তারা কাজ করছেন।
অধ্যাপক জসীম বলেন, 'ডাকসু নির্বাচন নিয়ে যেসব অনলাইন গ্রুপ বা পেজের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর অ্যাড্রেস দিয়েছি। যারা এসব পেজ বা গ্রুপ পরিচালনা করেন (অ্যাডমিন) তাদেরও অ্যাড্রেসও দিয়েছি। পাশাপাশি পুলিশ কমিশনার (সাইবার) বরাবর অভিযোগ দিয়েছি।'
অধ্যাপক জসীম বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা, ভোটের দিন নিরাপত্তা ও ভোট গণনার নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি নিরাপত্তা প্রটোকল তৈরি করা হয়েছে।
ইতোমধ্যে বহিরাগতদের বিষয়ে হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভোটার ছাড়া অন্য কেউ হলে অবস্থান করতে না পারে।
অনাবাসিক শিক্ষার্থীরা ভোটের দিন ক্যাম্পাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যেন কোনো প্রকার বাধা না পায় সেজন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।
আমার বার্তা/এমই