দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫” পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সম্মুখযোদ্ধা আহত শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ডকুমেন্টারি ও বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব কর্তৃক চিত্র প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সম্মুখসারির যোদ্ধা আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং ফটোগ্রাফি ক্লাব কর্তৃক আয়োজিত ফটো ও আর্ট কনচেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীসহ সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এক্ষেত্রে তিনি উদাহরণস্বরুপ রাশিয়া, চীন, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশের যুদ্ধ ও গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সবশেষে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশে বিদেশে মেরিটাইম সংশ্লিষ্ট একজন দক্ষ পেশাজীবি হিসেবে নিজেকে তৈরী করা এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজী, চায়নিজ, জাপানিজসহ বিভিন্ন ভাষা শেখা, ড্রাইভিং, সাঁতার প্রভৃতি কার্যক্রম শেখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), স্মার্ট টেকনোলজি, ওয়েবপেজ ডিজাইন, চ্যাট জিপিটি, গ্রাফিক্স ডিজাইন, রোবটিক্স, ড্রোন, মেরিটাইম সেক্টরে এসকল প্রযুক্তির ব্যবহার প্রভৃতি বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে ওঠার প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রকাশনার গুনগত মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং একাডেমিক অ্যাক্রেডিটেশনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। পরিশেষে গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি সংঘটিত হয়।
আমার বার্তা/এমই