ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আজকের মাইরের পর থেকে ছাত্রলীগের নামও মুখে নিবো না: চবি নেতা

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৭:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সিএফসি গ্রুপের নেতা ওয়াহিদুল আলমকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার ওই ছাত্রলীগে নেতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে চলতি একটি বাইক থেকে ওই নেতাকে ফেলে দেওয়া হয়। পরে ৪-৫ জন মিলে তাকে মিনিট দেড়েক মারধর করা হয়। তবে যে জায়গায় তাকে মারধর করা হয় ওই জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় কাউকে চেনা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‌‘কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে সায়েন্স ফ্যাকাল্টির রাস্তা দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ দেখি একটি বাইক থেকে একজনকে ফেলে দেওয়া হলো। আমরা প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট। কিন্তু পরে দেখি আরও কয়েকজন একত্রিত হয়ে ফেলে যাওয়া ছেলেটাকে মারধর করছে। আমরা ভয়ে ওইদিক থেকে চলে আসি।’

মারধরের শিকার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়সহ সিএফসি গ্রুপের হয়ে মারামারিতে নেতৃত্ব দিতেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নিয়মিত বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিতে দেখা গেছে তাকে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, গত বছরের ১৪ জুলাই ছাত্রলীগের নেতাকর্মীরা যখন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শাটল ট্রেনে হেনস্তা ও মারধর করে তুলে এনে প্রক্টর অফিসে নিয়ে আসেন, তখন সেখানে উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা। ওইসময় শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে উগ্র আচরণ করেন তিনি।

গত বছরের ১৯ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদকে মারধরের সময়ও উপস্থিত ছিলেন এই ছাত্রলীগ নেতা।

মারধরের শিকার ওয়াহিদুল আলম পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আজকের মাইরের পর থেকে ছাত্রলীগের নামও মুখে নিবো না। কুত্তার বাচ্চাগুলোর জন্য আজকে চবিতে কঠিন ধোলাই খাইলাম। চবির আশেপাশে মুজিবের জারজ সন্তানেরা কেউ আসবেন না।’

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়ে এত অপকর্ম করার পরেও কীভাবে ক্যাম্পাসে আসার সাহস পায়? আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কী, তারা কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না? প্রক্টরিয়াল বডি তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। সে নির্দোষ নাকি অপরাধী তদন্ত করেছে কিছু?’

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আগে ক্যাম্পাসে ছাত্রলীগ করতো—এরকম একটা ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।’

এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, “চোর ধরার ঘটনা শুনে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দক্ষিণ পাশে যাই। সে (ছাত্রলীগ নেতা) নিজেও জানায় ‘ছাত্রলীগ’ ছিলাম বলে আমাকে মারধর করা হয়েছে। কিন্তু কারা মারধর করেছে সে নিজেও চিনতে পারেনি।”

তিনি আরও বলেন, ‘মারধরের শিকার শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) রেফার করতে বলেন। তবে সে যেতে রাজি হয়নি। ওইসময় তার (ছাত্রলীগ নেতা) দুই বন্ধু এসে উপস্থিত হয়। পরে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

আমার বার্তা/জেএইচ

ডিআইইউতে রক্তাক্ত জুলাই স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

“রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই” এই প্রতিপাদ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সিঙ্গার-বুয়েটের সমঝোতা স্মারক সই

গবেষণা ও উন্নয়ন প্রকল্প, জ্ঞান বিনিময় ও কর্মশালা, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির বিজ্ঞপ্তি ও রেফারেল এবং

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে : ধর্ম উপদেষ্টা

কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলিটিক্যাল পার্টি করে ঐতিহ্যকে ম্লান করে দেবেন? রাজনীতি করতে চান বিশ্ববিদ্যালয় ছেড়ে

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ

বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রমণ বীমা করে মালদ্বীপ যাওয়ার পরামর্শ পর্যটকদের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

খুলনায় সাব্বির হত্যায় নোয়াখালী থেকে প্রধান আসামি গ্রেফতার

বিয়ের মেহেদী হাতেই প্ল্যাকার্ড ধরেছি, টিয়ারশেল খেয়েছি: লামিয়া ইসলাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট

সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার

টাইগারদের হিটিং শক্তি বাড়াতে আসছেন জুলিয়ান উড

ইসিতে ৮০০ পাতা জমা দিয়েও ফেল করায় এনসিপির মাথা খারাপ: ফারুক

ডিআইইউতে রক্তাক্ত জুলাই স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মুদ্রাবাজারে রেকর্ড গড়ার পরদিনই বিটকয়েনের বড় দরপতন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরাইলে ছাত্রদলের মশাল মিছিল

রংপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

অলিম্পিকের ৩৪তম আসরের সময়সূচি প্রকাশ

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান: সালমান আলি

আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর