ই-পেপার বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাবিতে বামপন্থী-শাহবাগবিরোধী ঐক্যের কয়েক দফা সংঘর্ষ, আহত ৫

আমার বার্তা অনলাইন:
২৮ মে ২০২৫, ১৬:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের সঙ্গে শাহবাগবিরোধী ঐক্যের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ মে) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এবং রাত সাড়ে ৮টার দিকে প্যারিস রোডে দুই দফায় এ সংঘর্ষ ঘটে।

এতে বামপন্থী ছাত্র সংগঠনের চার নেতা এবং একজন সাংবাদিক আহত হয়েছেন।

‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে প্ল্যাটফর্মটি এর আগে দেখা যায়নি। তবে তাদের মিছিলে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

আহতরা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রগণমঞ্চের সভাপতি নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদ ও দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত, এবং বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি নোমান ইমতিয়াজ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা মশাল মিছিলের ডাক দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ মিছিল হওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময় অনুযায়ী মিছিল শুরু না হওয়ায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটের আমতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে, রাত ৮টা ১০ মিনিটের দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে মিছিল শুরু করেন।

একপর্যায়ে সমাবেশস্থল থেকে কিছু শিক্ষার্থী বাম নেতাদের দিকে তেড়ে যান। তখন উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় নোমান ইমতিয়াজ আহত হন।

পরে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের দিকে অগ্রসর হলে তাদের পিছু নেন কয়েকজন। এ সময় শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওসাজ্জামানসহ কয়েকজন তাদের বাধা দেন।

পরে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছালে শিবিরের নেতাকর্মীরা ফের মিছিলে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় বাম নেতা নাসিম সরকারকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে।

পরে বাম নেতারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। তখনও শিবিরের নেতাকর্মীরা এসে তাদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘আমাদের মশাল মিছিলে প্রায় সবাই আহত হয়েছেন। চারজন নেতার শরীরে আঘাতের চিহ্ন আছে। চব্বিশ পরবর্তী সময়ে এ হামলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ’

শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, ‘আজ আদালতের একটি রায় এসেছে। কিন্তু যারা এ রায় মেনে নেয়নি, তাদের আমরা সবাই চিনি। তারা ২০১৩ সালেও আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে শাহবাগতন্ত্র কায়েম করে ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিল। চব্বিশে এসে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের তা সমাধান করতে হয়েছে। ’

তিনি বলেন, ‘শাহবাগীরা সব সময় হাসিনা আর ভারতের ম্যান্ডেট সার্ভ করেছে। আজ আমরা বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল নিয়ে পরিবহন চত্বরে একত্রিত হয়েছিলাম। আমরা শাহবাগবিরোধী স্লোগান দিয়েছিলাম, তখন তারা আমাদের শিক্ষার্থীদের ওপর ঢিল নিক্ষেপ করে উত্তেজিত করে তোলে। ’

হামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, ‘এটা আদতে ছাত্রশিবিরের কোনো প্রোগ্রাম ছিল না। এটা শাহবাগবিরোধী ঐক্যের প্রোগ্রাম ছিল। যেহেতু এটি একটি ঐক্য, সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। এর ধারাবাহিকতায় সেখানে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অংশ নেন। হাসিনাকে ফ্যাসিবাদী ও বিচারহীনতার সংস্কৃতি তৈরির জন্য ২০১৩ সালে যারা ভূমিকা রেখেছিল, তাদের বিরুদ্ধেই আজকের কর্মসূচি ছিল। ’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করছে। সেখানে ছাত্র উপদেষ্টাও কাজ করেছেন। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেব। ’

আমার বার্তা/এল/এমই

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি চালু হচ্ছে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু হতে যাচ্ছে। এতে দেশের ফাজিল,

তারেক রহমান খালাস পাওয়ায় প্রমাণিত হাসিনার আমলের সব মামলা মিথ্যা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। বুধবার (২৮

জবির মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হলেন ফাতেমা জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফাতেমা-তু -জোহরা বিনতে জামান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে : এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম

ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভক্তি করা হচ্ছে: জিএম কাদের

সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বা|চন দেয়া সম্ভব: তারেক রহমান

চলতি অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণ শোধ ৩৫০ কোটি ডলার

গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়: সালাহউদ্দিন আহমেদ

বিসিবি সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, ক্লাসে ফিরছেন রোববার

রায়ের কপি হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত: ইশরাক ইস্যুতে সিইসি

শনিবারের বোর্ড মিটিং বাতিল করল বিসিবি

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহাকে গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন গন্তব্য আলজেরিয়া

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ৭ জনের কারাদণ্ড

সুন্দরবনে ভেসে যাচ্ছিল হরিণের শাবক, বনকর্মীদের বীরত্বে প্রাণে রক্ষা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ৩১ মে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে কোস্ট গার্ডের পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

নির্মাণাধীন বেড়িবাঁধের মাঝেই ঘূর্ণিঝড় ;আতঙ্কে মনপুরার উপকূলবাসী