ডক্টর মুহাম্মদ ইউনুস
খাইরুল ইসলাম
ডক্টর মুহাম্মদ ইউনুস ভূবন বিজয়ী বীর,
নজরুলের বিদ্রোহী কবিতায় চির উন্নত মম শীর।
চাটগাঁইয়া ইউনুস বাংলা ও বাঙালির ধমনী শিরা,
বিশ্ব বিখ্যাত নাম ইউনুস হুসনে জামিল, মুবাশ্বিরা।
আমরা যখন গাইতে শিখি ইউনুস গায় গান,
আমরা যেথায় অসম্মানিত ইউনুস দানে সম্মান।
স্বাধীনতার গানে শিখেছি পরাধীনতার গ্লানি,
ইউনুস সেথা শিখালো মোদের সত্য স্বাধীন বাণী।
স্বদেশপ্রেমের মেঘের আড়ালে পেয়েছি মরু তৃষা,
পানির অভাবে কৃষক মাঠে হারাল সুখের দিশা।
দাদাগিরি, নানাগিরি কুপাকাত করল ইউনুস এসে ভাই,
ইউনুসের মত দেশ প্রেমিক এই বাঙলায় আর নাই।
বিমিস্টেক, জাতিসংঘ ওয়াল্ড সামিট বাংলার কথা বলে,
শত্রুরা সাবধান হও বাঙলার আকাশপথ স্থল আর জলে।
বহুজাতিক জাতিসংঘ, আরব দুনিয়া চায়না, রাশা,
ইউরোপ, আফ্রিকা সম্মান জানায় ইউনুসের দেশপ্রেমিক ভাষা।
এই বদ্বীপ বাংলাদেশ আর বাংলার উন্নয়ন,
অর্থনীতি, শান্তির বিকাশ ঘটাবে ইউনুসের দুই নয়ন।
বায়ান্ন, একাত্তর, চব্বিশের কালজয়ী আহবান,
বাংলার, আকাশ, বাতাস, মাটি যেন মমতায় মাখা এক প্রান।
কৃষক, শ্রমিক, ছাত্র-নাগরিকের সাহসী আত্মদান,
এরই সাথে মিলে মিশে একাকার মুহাম্মদ ইউনুসের ধ্যান,জ্ঞান।
টেকনাফ, তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া হোক জয়,
চাঁদাবাজি, চোরাকারবারি বন্ধ এখন কেটেছে বাঁধন ভয়।
আমাদের জাগতেই হবে, ভাঙতে হবে বাধার প্রাচীর,
নোবেল বিজয়ী ইউনুস হোক বাঙলার চির উন্নত শীর।